Israel-Palestine Conflict | Narendra Modi: যুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু! নিন্দা করে আলোচনার ডাক মোদীর

২য় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের ই-উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময়ে, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলা সহ হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানের উপর জোর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সংঘাত নিরসনের ভিত্তিপ্রস্তর হিসেবে আলোচনাকে প্রাধান্য দেওয়া এবং সংযম প্রদর্শনের গুরুত্বের উপর জোর দেন।

Updated By: Nov 17, 2023, 12:04 PM IST
Israel-Palestine Conflict | Narendra Modi: যুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু! নিন্দা করে আলোচনার ডাক মোদীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার চলমান ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুর নিন্দা করেছেন এবং সংঘর্ষের কারণে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে গ্লোবাল সাউথের মধ্যে ঐক্য ও সহযোগিতার জরুরি প্রয়োজন তুলে ধরেছেন।

২য় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের ই-উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময়ে, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলা সহ হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানের উপর জোর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সংঘাত নিরসনের ভিত্তিপ্রস্তর হিসেবে আলোচনাকে প্রাধান্য দেওয়া এবং সংযম প্রদর্শনের গুরুত্বের উপর জোর দেন।

আরও পড়ুন: MP Elections 2023: মধ্যপ্রদেশে শুরু গদির লড়াই, নজরে কোন আসন?

তিনি বলেন, ‘আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনা থেকে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। ভারত ৭ অক্টোবর ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে’। তিনি আরও বলেন, ‘আমরাও সংযম ব্যবহার করেছি। আমরা আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়েছি। আমরা ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি’।

তিনি আরও বলেন, ‘প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর, আমরা প্যালেস্টাইনের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এই সময় গ্লোবাল সাউথের দেশগুলোর বৃহত্তর বৈশ্বিক ভালোর জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত’।

গ্লোবাল সাউথ বলতে বোঝায় দেশগুলির একটি জোট, যা প্রাথমিকভাবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ গোলার্ধে অবস্থিত, যেখানে অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন স্তর রয়েছে। যদিও এই দেশগুলি একই বৈশিষ্ট্য না থাকলেও, তারা প্রায়ই দারিদ্র্য, অসাম্য এবং সম্পদে সীমিত অ্যাক্সেসের মতো সাধারণ চ্যালেঞ্জগুলির সঙ্গে লড়াই করে।

আরও পড়ুন: Indian Military: বাহিনীতে বিপ্লব! এবার দেশের জন্য লড়বেন তৃতীয় লিঙ্গের মানুষ

৭ অক্টোবর প্যালেস্টিনীয় গোষ্ঠী হামাস একটি চাঞ্চল্যকর স্থল-সমুদ্র-বিমান আক্রমণ শুরু করার পরে ১,২০০ এরও বেশি ইজরায়েলি যাদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ, তাঁরা নিহত হয়েছিল।

প্রতিশোধ হিসাবে, ইজরায়েল গাজা উপত্যকা অর্থাৎ হামাসের শক্ত ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে ১১,০০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। গাজা একটি অত্যন্ত জনবহুল প্যালেস্টিনীয় ছিটমহল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.