মধ্যপ্রদেশে ভোটের ফল ত্রিশঙ্কু; সরকার গঠনে তত্পর বিজেপি-কংগ্রেস, কিংমেকার মায়াবতী!
রাতভর টানটান উত্তেজনার অবসান। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শেষ হল। ম্যাজিক ফিগার থেকে মাত্র ২ আসন দূরে গিয়ে থেমে গেল কংগ্রেস। ফলে সরকার গড়তে এখন নির্দল বা বসপার দ্বারস্থ হতেই হচ্ছে তাদের।
নিজস্ব প্রতিবেদন: রাতভর টানটান উত্তেজনার অবসান। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শেষ হল। টার্গেট ১১৬। ম্যাজিক ফিগার থেকে মাত্র ২ আসন দূরে গিয়ে থেমে গেল কংগ্রেস। ফলে সরকার গড়তে এখন নির্দল বা বসপার দ্বারস্থ হতেই হচ্ছে তাদের।
আরও পড়ুন-রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর হলেন শক্তিকান্ত দাস
বুধবার সকালে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল থেকে সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু করলেও সকালের ফলাফলে খানিকটা হলেও ধাক্কা খেল কংগ্রেস। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় শেষপর্যন্ত কংগ্রেস পেল ১১৪টি আসন। ১০৯টি আসন পেয়ে থেমে গেল বিজেপির দৌড়। বহুজন সমাজ পাটি পেয়েছে ২টি আসন। নির্দল ৪টি ও সপা ১ আসন পেয়েছে। ফলে এখন ত্রিশঙ্কু ফলাফল হল শিবরাজ-কমলনাথের রাজ্যে। এরকম এক অবস্থায় কংগ্রেস তো বটেই সরকার গঠনে তত্পর বিজেপিও।
Madhya Pradesh counting concludes, final ECI results - Congress 114, BJP 109, SP-1, BSP-2 and Independents-4 #MadhyaPradeshElections2018 pic.twitter.com/qCoBWyXCt1
— ANI (@ANI) December 12, 2018
মঙ্গলবারই রাজ্যের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের দাবি করেছেন কংগ্রসে নেতা কমলনাথ। কংগ্রেস সূত্রে খবর কমলনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে চিঠি দিয়ে সরকার গঠনের দাবি করেছেন। কংগ্রেসের দাবি তাদের সঙ্গে নির্দল বিধায়কদের সমর্থন রয়েছে। ওই চিঠিতে লেখা হয়েছে, রাজ্য একক সংখ্যাগরিষ্ঠ হল এখন কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে নির্দলের সমর্থন রয়েছে।
আরও পড়ুন-ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লোকসভার ঘোষণা? ভোট বিপর্যয়ের পর ধন্দে মোদী-শাহ
চূড়ান্ত ফলাফলে এখনও যা দাঁড়াল তাতে কংগ্রেসকে আরও দুটি আসন জোগাড় করতে হবে। সেক্ষেত্রে তারা, প্রথমত মায়ার দ্বারস্থ হতে পারেন। দ্বিতীয়ত একজন সপা ও একজন অন্তত নির্দল বিধায়কের সমর্থন পেতে হবে। ফলে মায়া ও নির্দল বিধায়কদের প্রবল গুরুত্ব থাকছে সরকার গঠনে। অন্যদিকে, বিজেপিকে সরকার গঠন করতে গেলে সপা, বসপা ও নির্দলদের সমর্থন পেতে হবে। তবে সূত্রের খবর মায়ার বিজেপিকে সমর্থন করার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে এগিয়ে থাকছে কংগ্রেসই।