জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতকাল মানেই চারিদিকে পিকনিক, খেলাধূলো, হইহুল্লোড়। সেরকমই ২৫ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল ক্রিকেট ম্যাচের। মাঠের মাঝেই আচমকাই মর্মান্তিক দুর্ঘটনা। বিজয় প্যাটেল নামে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে কথা বলছিলেন। যিনি নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন। হঠাত্ই বিক্রম যখন ক্রিজে হাঁটছিলেন, তখন তিনি কিছুটা অস্বস্তি অনুভব করেন।
Add Zee News as a Preferred Source
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। সেই মূহুর্তের বাকিরা তাঁর দিকে ছুটে আসে। তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সব বৃথা। সেখানেই তিনি প্রয়াত হন। ঘটনাটি ঘটে, মহারাষ্ট্রের জালনায় ডঃ ফ্রেজার বয়েজ মাঠে।
যদিও বিক্রমের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। পুলিস পিটিআইকে জানিয়েছেন, 'ক্রিসমাস ট্রফি টুর্নামেন্টের অংশ হিসাবে একটি ম্যাচ খেলতে গিয়ে সকাল ১১.৩০ টার দিকে বিক্রম মাটিতে লুটিয়ে পড়েন। মনে করা হচ্ছে যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) এর মাধ্যমে তাঁকে বাঁচানোর চেষ্টাও করা হয়। কিন্তু কোনও কাজে লাগেনি। এখন আমরা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করছি।'
আরও পড়ুন:Terrific Road Accident: বছরশেষে ভয়ংকর মৃত্যুমিছিল! যাত্রীবোঝাই ট্রাক পড়ল নদীতে, মৃত কমপক্ষে ৭০...
তবে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা প্রথম নয়। ছোট থেকে বড় বা মাঝবয়সী অনেকেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এই মাসের শুরুর দিকে, আজাদ ময়দানে ক্রিকেট খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে একজন ৩১ বছর বয়সী চাকরিজীবী মারা যান। জানা যায়, তিনি বুকে ব্যথা থাকা সত্ত্বেও খেলে যাচ্ছিলেন। কিন্তু রান নেওয়ার সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অন্যদিকে, নভেম্বরে, ইমরান প্যাটেল, একজন ৩৫ বছর বয়সী পেশাদার ক্রিকেটার। পুনের গারওয়ার স্টেডিয়ামে একটি লিগ ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বুকে এবং বাহুতে ব্যথার কারণে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময়, তিনি হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)