Maharashtra Political Crisis: "তেরা ঘমান্ড তো চার দিন কা হ্যায় পাগলে...", সঞ্জয় রাউতকে আক্রমণ শিবসেনা কর্পোরেটরের

সঞ্জয় রাউতকে আক্রমণ করে একটি বিতর্কিত পোস্টারও শিবসেনার কর্পোরেটর দীপমালা বাধে তাঁর নিজের বাড়ির সামনে লাগিয়েছেন। পোস্টারটিতে একটি হিন্দি শায়রি সহ শিবসেনার মুখপাত্রের ছবি রয়েছে।

Updated By: Jun 24, 2022, 01:06 PM IST
Maharashtra Political Crisis: "তেরা ঘমান্ড তো চার দিন কা হ্যায় পাগলে...", সঞ্জয় রাউতকে আক্রমণ শিবসেনা কর্পোরেটরের

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে সঙ্কট ঘনীভূত হচ্ছে জোট সরকারের উপরে। যত সময় যাচ্ছে, উদ্ধব ঠাকরে সংখ্যার হিসেবে দুর্বল হচ্ছেন। শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে দাবি করেছেন যে তাঁর সঙ্গে শিবসেনার ৩৭ জন বিধায়ক রয়েছেন। 

এর মধ্যে নয় জন নির্দল বিধায়ক এবং বিজেপির দুই জন বিধায়ক রয়েছেন। অর্থাৎ, একনাথ শিন্ডের দাবি অনুযায়ী বিদ্রোহী শিবিরে এখন ৪৮ জন বিধায়ক রয়েছেন। এছাড়াও, আরও আট জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন বলে দাবি করেছেন শিন্ডে। তাদের মধ্যে শিবসেনার তিন বিধায়ক এবং পাঁচ নির্দল বিধায়ক রয়েছেন।

শিবসেনার অপর বিধায়ক ভাস্কর যাদবের মোবাইল ফোন বন্ধ বলে জানা গিয়েছে। ফলে তিনি বিক্ষুব্ধ শিবিরে যোগ দিয়েছেন কি না সেই বিষয় সংশয় রয়েছে উদ্ধব শিবিরে।

অন্যদিকে মহারাষ্ট্রের থানের বিভিন্ন এলাকায় শিবসেনা নেতা এবং সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের বয়ানে বোঝান হয়েছে শিবসেনার অন্দরে ক্ষমতার কেন্দ্রের বদল হয়েছে এবং একনাথ শিন্ডে ক্ষমতার কেন্দ্রে এসেছেন। থানে এবং রায়গড়ে একনাথ শিন্ডের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে এবং সেই পোস্টারে কোঠাউ বালাসাহেব অথবা তাঁর পরিবারের কারোর ছবি নেই।

আরও পড়ুন: Gujarat Riots: গুজরাত দাঙ্গায় মোদীকে ফের ক্লিনচিট সুপ্রিম কোর্টের, খারিজ জাকিয়ার মামলা

 

সঞ্জয় রাউতকে আক্রমণ করে একটি বিতর্কিত পোস্টারও শিবসেনার কর্পোরেটর দীপমালা বাধে তাঁর নিজের বাড়ির সামনে লাগিয়েছেন। পোস্টারটিতে একটি হিন্দি শায়রি সহ শিবসেনার মুখপাত্রের ছবি রয়েছে। শিবসেনার কর্পোরেটর দীপমালা বাধে তাঁর নাম লেখা এই পোস্টারটিতে লিখেছেন, "তেরা ঘমান্ড তো চার দিন কা হ্যায় পাগলে, হামারি বাদশাহি তো খানদানি হ্যায়।"   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.