কেন্দ্রের খরচে ৩ কোটিকে টিকা, বাকি ১২৭ কোটির কী হবে? বৈঠকে Modi-কে প্রশ্ন Mamata-র

কোভ্যাক্সিন ও কোভিশিল্ড - দু'টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Updated By: Jan 12, 2021, 12:11 AM IST
কেন্দ্রের খরচে ৩ কোটিকে টিকা, বাকি ১২৭ কোটির কী হবে? বৈঠকে Modi-কে প্রশ্ন Mamata-র

নিজস্ব প্রতিবেদন: প্রথম সারির কোভিড যোদ্ধার টিকাকরণের খরচ জোগাবে কেন্দ্রীয় সংখ্যা। প্রথম ধাপে ৩ কোটি কোভিড যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে বলে এ দিন জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাকিদের কী হবে? বৈঠকে জানতে চান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি দু'টি টিকার মধ্যে কোনটি নিরাপদ, সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের  বিনোদ কে পল তাঁকে আশ্বস্ত করেন, এখনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি। 

কোভ্যাক্সিন ও কোভিশিল্ড - দু'টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গণটিকাকরণ। কীভাবে টিকা দেওয়া হবে, সংরক্ষণ হবে, তা নিয়ে এ দিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) জানান, ৩ কোটি সামনের সারির কোভিড যোদ্ধার টিকাকরণের যাবতীয় খরচ দেবে কেন্দ্রীয় সরকার। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন করেন, বাকি ১২৭ কোটি দেশবাসীর কী হবে? তার ব্যয়ভার কি রাজ্যকে বহন করতে হবে?  তবে এনিয়ে কিছু বলতে চায়নি কেন্দ্র। জানানো হয়েছে, পরে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে টিকাকরণ কর্মসূচিতে সরকারি ব্যবস্থাপনার কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, '৫.৮ লক্ষ সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কর্মী, ২.৫ লক্ষ পুলিস কর্মী ও ১.২৫ পুরকর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে।'  

প্রসঙ্গত, এ দিন প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'১৬ জানুয়ারি থেকে বিশ্বের বৃহত্তম টিকাকরণ শুরু হচ্ছে। দু'টি ভ্যাকসিনই (Covid Vaccine) মেড ইন ইন্ডিয়া (Made In India Vaccine)। অন্যান্য দেশের তুলনায় সস্তাও। বিদেশি ভ্যাকসিনের উপরে নির্ভর করতে হলে পরিস্থিতি জটিল হতে পারত। আরও ৪টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। টিকাকরণ অভিযানের শুরুতে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের। এর পাশাপাশি সাফাইকর্মী, হোমগার্ড, পুলিস,সেনাকেও প্রথম ধাপে টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ৩ কোটি মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। তার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ও ৫০-র নীচে শারীরিক সমস্যা থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হবে।'            

আরও পড়ুন- Covishield অর্ডার দিল কেন্দ্র, দরাদরির পর ডোজ পিছু পড়ছে ২০০ টাকা

.