আবার মনমোহন সিং সরকারকে এক হাত নিলেন মমতা বন্দোপাধ্যায়। এবারের ইস্যু রঘুরাম রাজন কমিটির রিপোর্ট। যে রিপোর্টে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া রাজ্যের তকমা পায়নি। আর এখানেই কেন্দ্রকে তোপ দেগেছে মুখ্যমন্ত্রী। এক ফেসবুক বার্তায় তিনি লিখেছেন পশ্চিমবঙ্গকে পিছিয়ে পড়া তকমা না দেওয়ার কারণে ৪ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হবে রাজ্য।
মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এ কাজ করেছে মনমোহন সিং সরকার।মনমোহন সিং সরকার পার্টিসান। এই ভাষাতেই শুক্রবার ফেসবুক বার্তায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক পেশ করা রঘুরাম রাজন কমিটির রিপোর্টে উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গকে অনুন্নত নয়, কম উন্নত রাজ্যের তালিকায় রাখা হয়েছে। দেশের অনুন্নত রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ রয়েছে। কিন্তু অনুন্নত তালিকা না থাকায় পশ্চিমবঙ্গ সেই বরাদ্দ থেকে বঞ্চিত হতে চলেছে। আর এখানেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
ফেসবুক বার্তায তিনি লিখেছেন `পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার জন্য কেন্দ্র যেভাবে রঘুরাম রাজন কমিটির রিপোর্ট কে হাতিয়ার করল তা আমাকে হতবাক করেছে। এই সিদ্ধান্তের জেরে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বরাদ্দের চার হাজার কোটি টাকা হারাবে। অর্থাত্‍ রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ ৬.৯৩% থেকে এক ধাক্কায় কমে ৫.৫০% দাঁড়াবে। কেন্দ্রের জানা উচিত ছিল পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতের সবথেকে ঋণগ্রস্থ রাজ্য। কেউ এটা দেখছে না আগের সরকার রাজ্যের ঘাড়ে দুলক্ষ কোটি ঋণের বোঝা চাপিয়ে গেছে। চলতি আর্থিক বছরে রাজ্যকে ঋণ ও সুদ বাবদ ২৮০০ কোটি টাকা গুনতে হবে। ফেস বুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েই পশ্চিমবঙ্গের উপর থেকে অনুন্নত রাজ্যের তকমা সরানো হয়েছে।
এটা পরিস্কার কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পার্টিসান ভঙ্গিতে কাজ করেছে।`
 
সাধারণভাবে কোনও রাজ্যের ওপর থেকে অনুন্নতের তকমা উঠলে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর খুশি হওয়ারই কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চরম বিরক্ত। কারণ তিনি বুঝতে পারছেন কেন্দ্রীয় বরাদ্দের ৪ হাজার কোটি টাকা কমে যাওয়া মানে রাজকোষে্ বড়সড় ধাক্কা। যে ধাক্কা সামলানো সরকারের পক্ষে সহজ হবে না।

English Title: 
Mamata on raghuram`s report
Home Title: 

রঘুরাম রাজন কমিটির রিপোর্ট নিয়ে মনমোহনকে ফেসবুকে একহাত নিলেন মমতা

No
16822
Is Blog?: 
No
Section: