সন্ধি হতেই ঋণ মকুবের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী

Updated By: May 7, 2015, 11:31 AM IST
সন্ধি হতেই ঋণ মকুবের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী

ঋণ মকুবের দাবি নিয়ে ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে যেসব কেন্দ্রীয় প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, সেগুলি আবারও চালু করার দাবি জানাবে রাজ্য। শনিবার রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মন্ত্রী এবং আমলারা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএমও-র তরফে বুধবারই নবান্নে জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে শনিবারই রাজভবনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য আধ ঘণ্টা সময় বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। খবর পৌছনোর সঙ্গে সঙ্গেই নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকে কোন কোন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, তা চূড়ান্ত হয়। ঠিক হয়েছে, ফের প্রধানমন্ত্রীর কাছে ঋণ মকুবের দাবি করা হবে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া আটটি কেন্দ্রীয় প্রকল্প পুনরায় চালু করার দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। প্রায় চল্লিসটি প্রকল্পে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র। ফলে সাত হাজার কোটি টাকার বরাদ্দ কমেছে। এই বরাদ্দ পুনরায় বাড়িয়ে দেওয়ার দাবি জানানো হবে। ইতিমধ্যে খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন রাজ্যের অধিকারিকরা।

 

.