ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে ব্ল্যাকমেল; গ্রেফতার যুবক

ফেসবুক-এ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে মহিলাদের সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হল। ধৃতের নাম অখিলেশ কুমার। দিল্লির রাস্তায় অখিলেশ ট্যাক্সি চালায়। পুলিস তদন্ত শুরু করেছে।  

Updated By: Aug 25, 2016, 03:37 PM IST
ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে ব্ল্যাকমেল; গ্রেফতার যুবক
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফেসবুক-এ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে মহিলাদের সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হল। ধৃতের নাম অখিলেশ কুমার। দিল্লির রাস্তায় অখিলেশ ট্যাক্সি চালায়। পুলিস তদন্ত শুরু করেছে।  

আরও পড়ুন- নির্ভয়া ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিনয় শর্মার তিহার জেলে আত্মহত্যার চেষ্টা

পুলিস তদন্তে জানতে পেরেছে, অখিলেশ একাধিক মহিলার ফেসবুক প্রফাইল থেকে তাঁদের ছবি জোগাড় করত। সেই ছবিকে বিকৃত করে তা অশ্লিল পর্যায়ে নিয়ে যেত। এরপর ওই ছবিগুলি দিয়ে ভুয়ো প্রফাইল তৈরি করে তা দিয়ে ব্ল্যাকমেল করতো। এরকমই একটি ঘটনা ঘটে দিল্লির মৌর্য এনক্লেভ-এর এক বাসিন্দা ও তাঁর নাবালিকার সঙ্গে।  এরপরই তাদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অফিলেশকে।     

.