মোদীর নামে চৌমাথার নামকরণ, বৃদ্ধের শিরশ্ছেদ করল দুষ্কৃতীরা
প্রধানমন্ত্রীর নামে চৌমাথার নামকরণ করায় বৃদ্ধের শিরশ্ছেদ করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙায়।
নিজস্ব প্রতিবেদন: বিহারের দ্বারভাঙায় প্রধানমন্ত্রীর নামে একটি চৌমাথার নামকরণ নিয়ে বিবাদের জেরে এক ৭০ বছরের এক বৃদ্ধের শিরশ্ছেদ করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মৃতের নাম রামচন্দ্র যাদব। তিনি স্থানীয় বিজেপি নেতা তেজ নারায়ণ যাদবের বাবা। গুরুতর খতম বিজেপি নেতার ভাই। দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
২০১৬ সালের ডিসেম্বরে দ্বারভাঙার ভদাহা গ্রামে একটি চৌমাথার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে রেখেছিলেন তেজ নারায়ণ। আরেকটি দল সেটি লালুপ্রসাদের নামে করতে চাইছিলেন। বিজেপি নেতার বক্তব্য, '৪০-৫০ জনের একটি দল হকি স্টিক ও তরোয়াল নিয়ে চড়াও হয়। আমার বাবা তাদের থামাতে গিয়েছিলেন। তাঁর শিরশ্ছেদ করে দুষ্কৃতীরা। আহত হয়েছেন আমার ভাইও।'
#Darbhanga (Bihar): Around 40-50 men came on 25-30 bikes with hockey sticks & swords. My father went to them to explain the situation, but was beheaded, they also tried to kill my brother: Son of 70-yr-old man who was beheaded for naming a chowk as Narendra Modi chowk pic.twitter.com/sVS5i65GKI
— ANI (@ANI) March 16, 2018
দ্বারভাঙার ডিএসপি দিলনাজ আহমেদ বলেন, 'আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেফতার করেছি। তদন্ত চলছে।''
আরও পড়ুন- আরজেডি জেতার পর দেশবিরোধী স্লোগান অররিয়ায়, গ্রেফতার ২