আধারের মাধ্যমে ভর্তুকির পক্ষে সওয়াল মনমোহনের
শনিবার রাজধানীতে ফিকির বাত্সরিক সম্মেলনে আধার কার্ডের মাধ্যমে নগদে ভর্তুকির পক্ষে জোরদার সওয়াল করলেন প্রধানমন্ত্রী। ফিকির সম্মেলনে নতুন ব্যবস্থায় দুর্নীতি কমবে বলে দাবি করেন তিনি।
শনিবার রাজধানীতে ফিকির বাত্সরিক সম্মেলনে আধার কার্ডের মাধ্যমে নগদে ভর্তুকির পক্ষে জোরদার সওয়াল করলেন প্রধানমন্ত্রী। ফিকির সম্মেলনে নতুন ব্যবস্থায় দুর্নীতি কমবে বলে দাবি করেন তিনি।
বিরোধীদের বাধা কাটিয়ে আর্থিক সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় সরকার। শিল্পমহলকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ দিল্লিতে বণিকসভা ফিকির সম্মেলনে তিনি বলেন, আর্থিক বিকাশের গতি ফেরাতে কেন্দ্র ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। ভর্তুকি ছাঁটাইয়ের মাধ্যমে আর্থিক ঘাটতি কমিয়ে আনার পক্ষেও এ দিন সওয়াল করেন প্রধানমন্ত্রী।