Mansukh Mandaviya: করোনা-পর্ব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি! সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গলায়

রাজ্যগুলিকে 'কোভিড-অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়রে' অভ্যস্ত হতেও পরামর্শ দেওয়া হয়। এই নিয়ে তৃতীয় দিন ভারতে কোভিড রোগীর সংখ্যা ৮০০০-এর সীমা ছাড়াল।  

Updated By: Jun 13, 2022, 08:20 PM IST
 Mansukh Mandaviya: করোনা-পর্ব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি! সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গলায়

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যগুলির সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। বিষয় ছিল দেশে নতুন করে ভয়াবহ হয়ে-ওঠা করোনা-পরিস্থিতি। সেখানে করোনা-আশঙ্কাই বড় হয়ে উঠতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গলায় রীতিমতো সতর্কতার সুর।  

মহারাষ্ট্রের কোভিড-পরিস্থিতি হঠাৎই খুব খারাপ হয়ে গিয়েছে। সেখানে একদিনে সর্বোচ্চ সংক্রমণের খবরে আশঙ্কা ছড়িয়েছে সর্বস্তরে। বৈঠকে মনসুখ মান্ডব্য বলেন, এখনও কোভিড-পর্ব শেষ হয়ে যায়নি। তিনি রাজ্যগুলির কাছে আবেদন রাখেন যাতে শিশুদের টিকাকরণের দিকে বিশেষ নজর দেওয়া হয়। যেন বয়স্কদের প্রিকশান ডোজও দ্রুত দেওয়া হয়। তিনি রাজ্যগুলিকে 'কোভিড-অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়রে' অভ্যস্ত হতেও পরামর্শ দেন। 

এই নিয়ে তৃতীয় দিন ভারতে কোভিড রোগীর সংখ্যা ৮০০০-এর সীমা ছাড়াল।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Record Low: মার্কিন ডলারের নিরিখে কমল টাকার দাম

.