ওয়েব ডেস্ক: নোট বাতিল বা বিমুদ্রাকরণের (ডিমানিটাইজেশন) আবহের মধ্যে দেশে নতুন গাড়ির শিল্পে বৃদ্ধির পরিমান দুই অঙ্কের। অনেকেই মনে করেছিল যে গাড়ির বাজারে বড় প্রভাব ফেলবে এই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাস্তবে দেখা যাচ্ছে মারুতি ইন্ডিয়ার বৃদ্ধি বেড়েছে ১২.২ শতাংশ। গত বছরের তুলনায় ফোর্ড ইন্ডিয়ার বৃদ্ধি ২২.১৯ শতাংশ বেড়েছে। রেঁনে ইন্ডিয়ার বৃদ্ধি বেডে়ছে ২৩ শতাংশ। তবে বিক্রি করেছে মাহীন্দ্রা অ্যান্ড মাহীন্দ্রার।


আরও পড়ুন- পাক সেনার গুলিতে জম্মুতে আহত BSF জওয়ান


দেশের সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি কমলেও নতুন গাড়ির বিক্রিতে যে নোট বাতিল তেমন ছাপ পেলতে পারেনি তা এই তথ্য থেকেই পরিষ্কার।


আরও পড়ুন- মমতা মোদীর দলের ১২ নম্বর খেলোয়াড়: সেলিম