পুলিসের সামনেই মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা
![পুলিসের সামনেই মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা পুলিসের সামনেই মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/02/97718-crime-scene-pic-1.jpg)
নিজস্ব প্রতিবেদন : মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল মহারাষ্ট্রের থানেতে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, ওই ঘটনার সময় সেখানে ২ পুলিস কর্মী হাজির ছিলেন। কিন্তু, উত্তেজিত মানুষকে বাধা দেওয়ার কোনও চেষ্টাই করেননি তাঁরা। ফলে, ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারতে শুরু করেন কমপক্ষে ১০০ জন।
আরও পড়ুন : কাশ্মীরে সিআরপিএফ-এর গাড়িতে জঙ্গি হামলা, আহত ৪ জওয়ান
রিপোর্টে প্রকাশ, গত ২৬ অক্টোবর অর্থাত সোমবার থানেতে প্রকাশ্য রাস্তার উপর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পাকড়াও করে গাছের সঙ্গে বাঁধা হয়। এরপর প্রায় ১০০ জন মিলে ওই ব্যক্তিকে মারধর শুরু করে। লোহার রড ও অন্য ধারাল অস্ত্র দিয়ে পেটানো হয় ওই ব্যক্তিকে।
অভিযোগ, গত সোমবারের ওই ঘটনার সময় সেখানে হাজির ছিলেন ২ পুলিসকর্মী। অভিযুক্তদের থামাতে কোনও ব্যবস্থা নেননি তাঁরা। ওই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়। সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয় ওই ২ পুলিসকর্মীকে। পাশাপাশি অমিত পাটিল, সাগর পাটিল, বলরাম ফুরোদ নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। তবে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির নাম জানা যায়নি। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
তবে ওই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।