মেট্রোর আয় বৃদ্ধি

যাত্রী ভাড়া বাবদ আয় বাড়াল মেট্রো রেলের ২০১৫-১৬ আর্থিক বছরে যাত্রী ভাড়া থেকে অতিরিক্ত প্রায় ৮ কোটি টাকা আয় বেড়েছে। এমনকি এবছরও জুলাই মাস পর্যন্ত যাত্রী ভাড়া থেকে মেট্রো যা আয় করেছে তা ২০১৫-র জুলাই মাস পর্যন্ত যে আয় হয়েছিল তার থেকে ৪.১৭ শতাংশ বেশি। আজ একথা জানালেন মেট্রো রেলের এজিএম এ কে গুপ্তা।  যদিও এবছর এখনও পর্যন্ত কস্ট অপারেটিং রেশিও ২৭৮ রয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকা আয় করতে খরচ করতে হচ্ছে ২৭৮ টাকা। যাত্রী ভাড়া বাড়ানো নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব গেছে দিল্লিতে। ভাড়া বাড়লে রেশিও বেশ কিছুটা কমে আসবে বলে আশা ।

Updated By: Aug 15, 2016, 03:51 PM IST
মেট্রোর আয় বৃদ্ধি

ওয়েব ডেস্ক: যাত্রী ভাড়া বাবদ আয় বাড়াল মেট্রো রেলের ২০১৫-১৬ আর্থিক বছরে যাত্রী ভাড়া থেকে অতিরিক্ত প্রায় ৮ কোটি টাকা আয় বেড়েছে। এমনকি এবছরও জুলাই মাস পর্যন্ত যাত্রী ভাড়া থেকে মেট্রো যা আয় করেছে তা ২০১৫-র জুলাই মাস পর্যন্ত যে আয় হয়েছিল তার থেকে ৪.১৭ শতাংশ বেশি। আজ একথা জানালেন মেট্রো রেলের এজিএম এ কে গুপ্তা।  যদিও এবছর এখনও পর্যন্ত কস্ট অপারেটিং রেশিও ২৭৮ রয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকা আয় করতে খরচ করতে হচ্ছে ২৭৮ টাকা। যাত্রী ভাড়া বাড়ানো নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব গেছে দিল্লিতে। ভাড়া বাড়লে রেশিও বেশ কিছুটা কমে আসবে বলে আশা ।

.