কাশ্মীরে জঙ্গি হানায় মৃত দুই বিএসএফ জওয়ান, গুরুতর আহত চার
Updated By: Aug 16, 2014, 04:26 PM IST
![কাশ্মীরে জঙ্গি হানায় মৃত দুই বিএসএফ জওয়ান, গুরুতর আহত চার কাশ্মীরে জঙ্গি হানায় মৃত দুই বিএসএফ জওয়ান, গুরুতর আহত চার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/16/28110-bsf.jpg)
শ্রীনগর: স্বাধীনতা দিবসের পরের দিনই জম্মু-কাশ্মীরে বিএসএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালাল জঙ্গিরা। পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বিএসএফ জওয়ান। গুরুতর আহত চারজন।
এখনও পর্যন্ত কোনও আততায়ীকে গ্রেফতার করা না হলেও জঙ্গিদের খোঁজে তল্লাসি শুরু করেছে স্পেশাল অপরেশন গ্রুপ।
আহত জওয়ানরা বর্তমানে চিকিৎসাধীন।
গত জুলাই মাসে বারামুল্লার সোপরে জঙ্গিদের গ্রেনেড হানায় এক পুলিস কর্মী সহ পাঁচ জন খুন হয়েছিলেন।