পটনায় অমৃতসর মেলের এসি কামরা থেকে খোওয়া গেল বাঙালি যাত্রীদের সর্বস্ব
ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। এসি কামরা থেকে খোওয়া গেল যাত্রীদের সর্বস্ব। ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা এমনকি লাগেজ নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা। পটনার কাছেই ঘটে এই ঘটনা। আতঙ্কে যাত্রীরা।
ওয়েব ডেস্ক : ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। এসি কামরা থেকে খোওয়া গেল যাত্রীদের সর্বস্ব। ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা এমনকি লাগেজ নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা। পটনার কাছেই ঘটে এই ঘটনা। আতঙ্কে যাত্রীরা।
আরও পড়ুন- কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে প্রাণ হারালেন ২ সেনা জওয়ান; নিকেশ ২ জঙ্গি
জানা গেছে, আপ অমৃতসর মেলের B1 কামরায় উঠেছিল তিনটি বাঙালি পরিবার। অভিযোগ, টিটির উপস্থিতিতেই ওই কামরাতে আসে কয়েকজন। টাকা নিয়ে তাদের কামরায় জায়গা করে দেন টিটি। ট্রেন পটনা ঢোকার আগে যাত্রীরা বুঝতে পারেন, খোওয়া গিয়েছে সর্বস্ব। ট্রেনে গার্ড ছিল না, এমনকি টিটিকে বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ যাত্রীদের।