নাইজেরিয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় আফ্রিকান রাষ্ট্রদূতের কথায় ব্যথিত সুষমা

নাইজেরিয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় আফ্রিকান রাষ্ট্রদূত গোষ্ঠীর বিবৃতি দুর্ভাগ্যজনক। এধরনের বিবৃতিতে তিনি ব্যথিত। লোকসভায় বললেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ছাত্র আক্রান্ত হওয়ার ঘটনায় দিল্লির ভুমিকার সমালোচনা করে বিবৃতি দেয় এদেশে আফ্রিকান রাষ্ট্রদূতদের গোষ্ঠী।

Updated By: Apr 5, 2017, 04:53 PM IST
নাইজেরিয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় আফ্রিকান রাষ্ট্রদূতের কথায় ব্যথিত সুষমা

ওয়েব ডেস্ক : নাইজেরিয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় আফ্রিকান রাষ্ট্রদূত গোষ্ঠীর বিবৃতি দুর্ভাগ্যজনক। এধরনের বিবৃতিতে তিনি ব্যথিত। লোকসভায় বললেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ছাত্র আক্রান্ত হওয়ার ঘটনায় দিল্লির ভুমিকার সমালোচনা করে বিবৃতি দেয় এদেশে আফ্রিকান রাষ্ট্রদূতদের গোষ্ঠী।

আরও পড়ুন- ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ভারতীয় মহিলাকে পোশাক খোলার নির্দেশ, রিপোর্ট চাইলেন সুষমা স্বরাজ

তাদের অভিযোগ, জাতি এবং বর্ণবিদ্বেষী হামলা হওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি ভারত। তীব্র প্রতিবাদ জানায় দিল্লি। রাষ্ট্রদূত গোষ্ঠীর প্রধানকে তলব করে সেকথা স্পষ্ট করে দেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং। ছাত্রদের ওপর হামলার ঘটনায় মানবাধিকার পর্ষদকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রদূত গোষ্ঠী। সেই দাবিও আজ লোকসভায় । খারিজ করে দেন বিদেশমন্ত্রী।

.