২ বছরে মাত্র ৩ বার সংসদে উপস্তিত ছিলেন মিঠুন

উপস্থিতির বিচারে সংসদে ডাহা ফেল তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। ২ বছরে মাত্র ৩ বার সংসদে উপস্থিত ছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী।

Updated By: Apr 28, 2016, 09:22 PM IST
২ বছরে মাত্র ৩ বার সংসদে উপস্তিত ছিলেন মিঠুন

ওয়েব ডেস্ক: উপস্থিতির বিচারে সংসদে ডাহা ফেল তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। ২ বছরে মাত্র ৩ বার সংসদে উপস্থিত ছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী।

৬৫ বছরের অভিনেতাকে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল দল সারদাকাণ্ডে বিতর্কে জড়িয়ে পড়ার পর, তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন এই অভিনেতা সাংসদ। একসময় লোকসভা ভোটের প্রচারে যে মিঠুনই ছিল দলের ক্রাউড পুলার সেই মিঠুন প্রচার তো দূরস্থ, তৃণমূল সুপ্রিমোর ফোনও ধরেননি। রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে মিঠুন দাদাকে একবারও পায়নি তাঁর দল। এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি মিঠুন ও তৃণমূল, অধ্যায় শেষ?

অবশ্য, রাজ্যসভায় অনুপস্থিতদের তালিকা বেশ দীর্ঘ। অভিনেতা রেখা থেকে তৃণমূল সাংসদ তাপস পালও আছেন এই তালিকায়।

 

.