গড়করির বিরুদ্ধে ওঠা সব অভিযোগের পিছনে মোদী: এম জি বৈদ্য

বিজেপির গৃহ কোন্দল অব্যাহত। এবার ময়দানে অবতীর্ণ হলেন বিজেপি সহযোগী আরএসএসের নেতা এম জি বৈদ্য। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বললেন বিজপি সভাপতি নিতিন গড়করির বিরুদ্ধে সমস্ত রকম প্রচারের পিছনে নাকি আসলে মোদীই আছেন।

Updated By: Nov 12, 2012, 02:32 PM IST

বিজেপির গৃহ কোন্দল অব্যাহত। এবার ময়দানে অবতীর্ণ হলেন বিজেপি সহযোগী আরএসএসের নেতা এম জি বৈদ্য। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বললেন বিজপি সভাপতি নিতিন গড়করির বিরুদ্ধে সমস্ত রকম প্রচারের পিছনে নাকি আসলে মোদীই আছেন।
রবিবার নিজের ব্লগে এই প্রবীণ আরএসএস নেতা লিখেছেন গড়করির বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগের ভিত কিন্তু আসলে গুজরাটই। এর কারণ হিসাবে তিনি বলেছেন রাম জেঠমালানি যখন একদিকে গড়করির ইস্তফা দাবি করেছেন অন্যদিকে তিনি কিন্তু একই সঙ্গে প্রধানমন্ত্রী পদের দলীয় প্রার্থী হিসাবে জোরের সঙ্গে মোদীর নাম সুপারিশ করেছেন।
গুজরাট মুখ্যমন্ত্রীর প্রতি তীব্র কটাক্ষ বৈদ্য বলেছেন `` মোদীর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা তীব্র। আদবানি আর গড়করি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদের দলীয় প্রার্থীর হওয়ার দৌড় থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। কিন্তু মোদী এখনও পর্যন্ত এই বিষয়ে টুঁ শব্দটি করেননি। হয়ত তিনি মনে করছেন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথে গড়করি বাধা সৃষ্টি করতে পারেন। তাই নিজের স্বার্থ চরিতার্থ করতে রাম জেঠমালানিকে বিজেপি সভাপতির বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন।``
এখানেই না থেমে রাম জেঠমালানির বিরুদ্ধেও আক্রমণ হেনেছেন এই আরএসএস নেতা। পরিষ্কার জানিয়েছেন জেঠমালানি গড়করির সঙ্গে তাঁর বিরোধিতার কথা জনসমক্ষে এনে মোটেও ভাল কাজ করেননি। তিনি বলেছেন ``যে কোন বিজেপি সদস্য বা এমপি-র গড়করির বিরুদ্ধে বক্তব্য থাকতেই পারে, তাঁরা সভাপতির ইস্তফাও দাবি করতে পারেন। কিন্তু এই সমস্ত প্রসঙ্গ উত্থাপনের জন্য জনসমক্ষে না এসে তাঁদের উচিৎ পার্টি প্ল্যাটফর্মকেই ব্যবহার করা``
বৈদ্যর সমালোচনার বান থেকে বাঁচতে পারেননি যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা আর যশবন্ত শিং। এই তিনজনের প্রতি তিনি জানিয়েছেন যদি এঁরা রাম জেঠমালানির সঙ্গে একমত হন তাহলে তাঁদেরও উচিৎ মহেশ জেঠমালানির মত দলীয় পদ থেকে পদত্যাগ করা।

.