ঠাসা কর্মসূচির মাঝেই দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের উদ্বোধন করলেন মোদী
রাজনীতির মঞ্চ থেকে সরাসরি অরাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদী। দিনভর ঠাসা রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সেরে ফেললেন হাসপাতাল উদ্বোধন। মঞ্চে মোদীর পাশে ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে। ফলে পরপর ক্যামেরার ঝলকানি। এক নিমেষে হয়ে উঠলেন কাছের মানুষ।
রাজনীতির মঞ্চ থেকে সরাসরি অরাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদী। দিনভর ঠাসা রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সেরে ফেললেন হাসপাতাল উদ্বোধন। মঞ্চে মোদীর পাশে ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে। ফলে পরপর ক্যামেরার ঝলকানি। এক নিমেষে হয়ে উঠলেন কাছের মানুষ।
ধর্মেও আছি। জিরাফেও আছি। এমন প্রবাদ প্রবচনটা বলাই চলে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সম্পর্কে। ঠাসা রাজনৈতিক কর্মসূচি। নিত্যদিনই মিটিং, মিছিল। তারই মাঝে ফুরসত্ খুঁজে শুক্রবার সোজা চলে গেলেন হাসপাতাল উদ্বোধনে। পুণেয় দীনানাথ মঙ্গেশকর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনটা সেরেই ফেললেন। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলেকে পাশে বসিয়ে। ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব বার বার তাঁরই দিকে। গুরুগম্ভীর রাজনৈতিক ভাবমূর্তি ঝেড়ে ফেলে মুহূর্তে জননেতা। বিজেপির ভোটব্যাঙ্ক ক্যাচার হিসেবে বেশ কয়েক পয়েন্ট পেয়েও গেলেন।
সকালে পুণেতে জনসভা করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। জনসভায় ভাষণ দিয়েছেন চেনা ছকে। কংগ্রেসের বিরুদ্ধে সিবিআইকে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন। আক্রমণ করেছেন রাহুল গান্ধীকে। কংগ্রেসের সঙ্গে বিজেপির তুলনা টেনেছেন। স্বাভাবিকভাবেই সুশাসনের প্রশ্নে বিজেপিকে ফুল মার্কস দিয়েছেন। রাজনৈতিক-অরাজনৈতিক কর্মসূচি মিলিয়ে ব্র্যান্ড মোদী তৈরির কাজটা সেরেছেন নিপুণভাবেই।