উত্তর প্রদেশের কুশিনগরে মোদীও হাতিয়ার করলেন মানুষকেই

তিনি সভায় বলেন। সংসদে বলেন না। বারবার অভিযোগ করেছে বিরোধী ঐক্য। মোদী একদিন সংসদে শুনেছেন। কিন্তু, বললেন ফের জনসভাতেই। মানুষের হয়রানিকেই হাতিয়ার করেছে বিরোধীরা। উত্তর প্রদেশের কুশিনগরে মোদীও হাতিয়ার করলেন মানুষকেই। গরিব মানুষকে। গরিবের টাকা কেড়ে পুঁজিপতিদের পকেট ভরবেন মোদী। সংসদে, সংসদের বাইরে অভিযোগ করছেন রাহুল গান্ধী। সেই সংশয় দূর করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। আজকের কষ্টেই ভবিষ্যতের ভিত মজবুত হবে। দাবি মোদীর।নোট বাতিলের পর কী ভবিষ্যত্‍ দেখবে ভারত। তা ভবিষ্যতেই জানা যাবে।

Updated By: Nov 27, 2016, 08:44 PM IST
উত্তর প্রদেশের কুশিনগরে মোদীও হাতিয়ার করলেন মানুষকেই

ওয়েব ডেস্ক: তিনি সভায় বলেন। সংসদে বলেন না। বারবার অভিযোগ করেছে বিরোধী ঐক্য। মোদী একদিন সংসদে শুনেছেন। কিন্তু, বললেন ফের জনসভাতেই। মানুষের হয়রানিকেই হাতিয়ার করেছে বিরোধীরা। উত্তর প্রদেশের কুশিনগরে মোদীও হাতিয়ার করলেন মানুষকেই। গরিব মানুষকে। গরিবের টাকা কেড়ে পুঁজিপতিদের পকেট ভরবেন মোদী। সংসদে, সংসদের বাইরে অভিযোগ করছেন রাহুল গান্ধী। সেই সংশয় দূর করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। আজকের কষ্টেই ভবিষ্যতের ভিত মজবুত হবে। দাবি মোদীর।নোট বাতিলের পর কী ভবিষ্যত্‍ দেখবে ভারত। তা ভবিষ্যতেই জানা যাবে।

আরও পড়ুন অশ্বিন-জাদেজার ব্যাটিংয়েই উঠে দাঁড়ালো ভারত

নোট বাতিলের সিদ্ধান্তকে দুহাতে সমর্থন করেছেন দেশের গরিব মানুষ। তাদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মন কী বাতে নাম না করে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা ফেলে কালো টাকা সাদা করার চেষ্টা চলছে। গরিব মানুষের সর্বনাশ হচ্ছে। মন কী বাত অনুষ্ঠানে কালো টাকার কারবারিদের তোপ মোদীর কেন্দ্রীয় সরকার দুর্নীতি বন্ধ করতে নোট বাতিল করেছে। অন্যদিকে, বিরোধীরা ভারত বন্‍ধ করার চক্রান্ত করছে। উত্তরপ্রদেশের কুশিনগরে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আহ্বান, দেশবাসীই বিচার করুন, ভারত বন্‍ধ হবে না দুর্নীতি বন্ধ হবে।

আরও পড়ুন  বামেদের ধর্মঘট, পাশে নেই কংগ্রেস, তৃণমূল, ফাটল JDU-এর নিজের ঘরেও

.