আজ নয়াদিল্লিতে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে মোদী

১৬ কোচের এই ট্রেনটি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে।

Updated By: Feb 15, 2019, 11:29 AM IST
আজ নয়াদিল্লিতে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে মোদী

নিজস্ব প্রতিবেদন: বহু প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হবে আজ শুক্রবার থেকে। নয়াদিল্লি স্টেশন থেকে দ্রুতগতির এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পেছনে আফগান যুদ্ধের এক প্রাক্তন আইইডি বিশেষজ্ঞ!

১৬ কোচের এই ট্রেনটি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনকেই ভারতের বুলেট ট্রেন বলা হচ্ছে। এর গতি হতে চলেছে ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার।

বেশ কয়েকবার ট্রায়াল রানের পর শুক্রবার থেকে এই ট্রেনের সূচনা। আপাতত নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলবে। মাত্র আট ঘণ্টায় এই ট্রেনে নয়াদিল্লি থেকে বারাণসী পৌঁছানো যাবে।

আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪, আজ শ্রীনগরে রাজনাথ

এই ট্রেনের নাম প্রথমে দেওয়া হয়েছিল ট্রেন-১৮। পরে ট্রেনের নাম বদলানো হয়। তখন নাম দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেস। ওই নাম দেন স্বয়ং রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

এদিন প্রথম যাত্রায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী। রেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনিও নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাবেন।

.