নোট বাতিল নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক মোদীর

নোট বাতিল নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে সুরাহা দিতে নোটের একাধিক নিয়ম শিথিল করেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে ATM ও ব্যাঙ্কে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো, রাস্তায় মোবাইল ATM নামানোর মতো সিদ্ধান্ত।

Updated By: Nov 14, 2016, 12:25 PM IST

ওয়েব ডেস্ক: নোট বাতিল নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে সুরাহা দিতে নোটের একাধিক নিয়ম শিথিল করেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে ATM ও ব্যাঙ্কে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো, রাস্তায় মোবাইল ATM নামানোর মতো সিদ্ধান্ত।

পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ডেডলাইন পনেরোই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে কেন্দ্র। রাত পৌনে দশটায় বৈঠক শুরু হয়। বৈঠক চলে রাত সাড়ে বারোটা পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রকের সচিবরা, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ও ডেপুটি গভর্নর বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন- পেনসনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বেড়ে কত দিন হল জানুন

এদিকে, নোট ইস্যুতে সংসদে বিজেপি -কে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা। সেই আক্রমণের মোকাবিলা করতে প্রস্তুতি বিজেপি শিবিরেও। রণকৌশল স্থির করতে আজ বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দল। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি মনে করছে টাকা বাতিলের সিদ্ধান্তে জনমত তাদের পক্ষেই রয়েছে। বাজার থেকে হঠাত্‍ টাকা উধাও হয়ে যাওয়ার দুর্ভোগ বিশেষ কোনও আপত্তি ছাড়াই মেনে নিয়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নোট বদল কিংবা টাকা তোলা। সাধারণ মানুষের অসুবিধা নিয়ে বিরোধীরা সোচ্চার। তবে আম জনতার পক্ষ থেকে তেমন কোনও আপত্তি ওঠেনি। জনগণের ধৈর্যকে হাতিয়ার করেই বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে তৈরি হচ্ছে বিজেপি।

.