এবার থেকে পাঁচ বারের বেশি টাকা তুললেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ব্যাঙ্ক

গত বছরের শেষ দিকে বেঙ্গালুরুর এটিএম কাউন্টারে ভয়াবহ হামলার পর থেকেই রাজ্যের ব্যাঙ্কগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল রাজ্য সরকার। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে যে কোনও গ্রাহকের জন্য এক মাসে পাঁচ বারের বেশি টাকা তোলার জন্য অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকী, অন্য ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে টাকা তুললেও ব্যালান্স থেকে কেটে নেওয়া টাকার পরিমান ১৫ থেকে বাড়িয়ে ১৮ করার নির্দেশ দিয়েছে আইবিএ।

Updated By: Jan 7, 2014, 08:23 PM IST

গত বছরের শেষ দিকে বেঙ্গালুরুর এটিএম কাউন্টারে ভয়াবহ হামলার পর থেকেই রাজ্যের ব্যাঙ্কগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল রাজ্য সরকার। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে যে কোনও গ্রাহকের জন্য এক মাসে পাঁচ বারের বেশি টাকা তোলার জন্য অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকী, অন্য ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে টাকা তুললেও ব্যালান্স থেকে কেটে নেওয়া টাকার পরিমান ১৫ থেকে বাড়িয়ে ১৮ করার নির্দেশ দিয়েছে আইবিএ।

বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনও ব্যাঙ্কের গ্রাহক সেই ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে মাসে যতবার খুশি নিখরচায় টাকা তুলতে পারেন। অন্য ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে হলে পাঁচবারের পর থেকেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। পাঁচবারের পর থেকে প্রতিবারের জন্য গ্রাহকের কাছ থেকে ২০ টাকা করে কেটে নেওয়া হয়। নতুন নিয়মের পর থেকে এসএমএসের মাধ্যমে ব্যালান্স জানতে পারবেন গ্রাহকরা।

আগামী ১৫ জানুয়ারি বৈঠকে বসছে ন্যাশনাল পেমেন্ট কমিশন অফ ইন্ডিয়া। ভারতের ১৪টি ব্যাঙ্কের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন ওই বৈঠকে।

.