নেগেটিভ হয়েও ফের করোনা পজিটিভ ৩ সাংসদ, বুধবারই শেষ লোকসভার অধিবেশন!

 অধিবেশনের আগে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ফের টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ এসেছে নীতীন গড়করী ও প্রহ্লাদ প্যাটেলের

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 19, 2020, 07:39 PM IST
নেগেটিভ হয়েও ফের করোনা পজিটিভ ৩ সাংসদ, বুধবারই শেষ লোকসভার অধিবেশন!
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: লোকসভার বাদল অধিবেশনের মেয়াদ অনেকটাই ছেঁটে ফেলা হতে পারে। বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে এনিয়ে আজ বিরোধীদের সঙ্গে কথাও বলেছে সরকার। সূত্রের খবর, আগামী বুধবারই শেষ হচ্ছে লোকসভার অধিবেশন।

আরও পড়ুন-ইলিশের পাল্টা উপহার! বাংলাদেশিদের পাতে স্বাদ ফেরাতে ২৫,০০০ টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত

কেন এমন ভাবনা! কারণ অধিবেশনে যোগ দিয়েছেন এমন ৩ সাংসদ এখন করোনা আক্রান্ত। কিন্তু অধিবেশনের আগে করোনা পরীক্ষায় এদের রিপোর্ট নেগেটিভ এসেছিল।  ফলে আশঙ্কায় সরকার। শোনা যাচ্ছে লোকসভার অধিবেশনের মেয়াদ কম করার ব্যাপারে বিরোধীরাও একমত হয়েছেন।

উল্লেখ্য, সংসদের অধিবেশন বসার আগে বাধ্যতামূলক কোভিড টেস্ট হয়েছিল সাংসদদের। তাতেই লোকসভার ১৭ সাংসদ ও রাজ্যসভার ৮ সাংসদ করোনা পজিটিভ হন। এর মধ্যে ১২ সাংসদ বিজেপির, ২ জন ওয়াইএসআর কংগ্রেসের, ২ জন শিবসেনার, ২ জন ডিএমকের ও আরএলপির একজন।

আরও পড়ুন-ডার্ক ওয়েবের মাধ্যমে লোন উল্ফ নিয়োগ করে রেস্তোরাঁ, সিনেমা হল, থিয়েটার, বাজারে হামলার ছক আল-কায়দার!

এদিকে, অধিবেশনের আগে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ফের টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ এসেছে নীতীন গড়করী ও প্রহ্লাদ প্যাটেলের। শুক্রবার কোভিড পজিটিভ হন রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধে।

.