‘ব্রাহ্মণ, বানিয়া.. শাখায় ফিরে যাও', ফের উত্তপ্ত জেএনইউ

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক সান্তিশ্রী ডি পন্ডিত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এসআইএস -এর দেয়ালগুলি ‘ব্রাহ্মণ বিরোধি’ স্লোগান নিয়ে তাঁর বিবৃতিতে জানিয়েছেন। দুই সম্প্রদায়কে আক্রমণ করে স্লোগানের মধ্যে একটি গুরুতর হুমকিও রয়েছে। সেখানে লেখা হয়েছে 'ব্রাহ্মণ, বানিয়া আমরা তোমাদের জন্য আসছি।'

Updated By: Dec 2, 2022, 06:33 PM IST
‘ব্রাহ্মণ, বানিয়া.. শাখায় ফিরে যাও', ফের উত্তপ্ত জেএনইউ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) কিছু দুষ্কৃতী আবারও ব্রাহ্মণ বিরোধী এবং বানিয়া সম্প্রদায় বিরোধী স্লোগান দিয়েছে। এবার যে স্লোগান উঠেছে, তাতে লেখা আছে, ‘ব্রাহ্মণ, বানিয়া.. শাখায় ফিরে যাও'। স্পষ্টভাবেই, দুষ্কৃতীরা এই দুই সম্প্রদায়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলেছে।

দুই সম্প্রদায়কে আক্রমণ করে স্লোগানের মধ্যে একটি গুরুতর হুমকিও রয়েছে। সেখানে লেখা হয়েছে 'ব্রাহ্মণ, বানিয়া আমরা তোমাদের জন্য আসছি।'

মানহানির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কতা সত্ত্বেও এই ঘটনাটি ঘটেছে। সকালে দেখতে পাওয়া এই আপত্তিকর স্লোগানগুলি JNU-এর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ (SIS) এর দেওয়ালে এবং অনুষদের কক্ষগুলিতে লেখা ছিল।

আরও পড়ুন: 'ভারত ছাড়ছি না, মুম্বই যথেষ্ট নিরাপদ', সাহায্যে এগিয়ে আসা যুবককে ধন্যবাদ কোরিয়ান ইউটিউবারের

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক সান্তিশ্রী ডি পন্ডিত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এসআইএস -এর দেয়ালগুলি ‘ব্রাহ্মণ বিরোধি’ স্লোগান নিয়ে তাঁর বিবৃতিতে জানিয়েছেন।

রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রশাসন ক্যাম্পাসে এই একচেটিয়া প্রবণতার নিন্দা করে। জেএনইউ সকলের, এই ধরনের ঘটনা সহ্য করা হবে না’। অন্যদিকে, স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড গ্রিভেন্সেস কমিটির ডিনকে তদন্ত করে দ্রুত ভিসির কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রেজিস্ট্রারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেএনইউ অন্তর্ভুক্তি এবং সমতার জন্য দাঁড়িয়েছে। ভিসি ক্যাম্পাসে যে কোনও হিংসা বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি পুনর্ব্যক্ত করেছেন’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.