সেনা অভিযানে কোণঠাসা জঙ্গিরা, কাশ্মীরে এবছর খতম ১২৩
ওয়েব ডেস্ক: নিরাপত্তা বাহিনীর টানা অভিযানে কাশ্মীরে একপ্রকার কোণঠাসা জঙ্গিরা। দেখা যাচ্ছে এবছর কাশ্মীরে যত জঙ্গি নতুন করে নিয়োগ হয়েছে তার থেকেও বেশি জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।
কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিরা ঢুকছে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান থেকে। ২০১৬ সালে কাশ্মীরে ঢুকেছিল ১২৩ জঙ্গি। এবছর জুলাই পর্যন্ত ৭৮ জন বেশি জঙ্গি উপত্যকায় প্রবেশ করেছে। এমনটাই দাবি গোয়েন্দাদের।
এদিকে এইসব জঙ্গিদের সঙ্গে লড়তে টানা অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গত সাত মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২৩ জন জঙ্গির। এর মধ্যে ৭৪ জন ছিল বিদেশি ও ৫৮ জন ছিল কাশ্মীরি। নিহত জঙ্গিদের মধ্যে ১৪ জন ছিল লস্কর, হিজবুল ও আল বদরের শীর্ষ নেতা। এদের অনেকেই অবার এ প্লাস ক্যাটিগোরির জঙ্গি।
আরও পড়ুন-এখনও বিপদ কাটেনি মালদার, মহানন্দা আর গঙ্গার জল বেড়েই চলেছে