মধ্যপ্রদেশে মন্দিরে ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১২, শুরু রাজনৈতিক দোষারোপ
মধ্যপ্রদেশে মন্দিরে ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১২। মৃতদের মধ্যে ১৭জন শিশু। আহত হয়েছেন শতাধিক।
মধ্যপ্রদেশে মন্দিরে ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১২। মৃতদের মধ্যে ১৭জন শিশু। আহত হয়েছেন শতাধিক।
অন্যদিকে এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনৈতিক দোষারোপ শুরু হয়ে গেছে কংগ্রেস ও ক্ষমতাশীল বিজেপির মধ্যে।
গতকাল দাতিয়া জেলায় স্থানীয় একটি নদীর তীরে দুর্গামন্দিরে দশমী উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। মন্দিরে পৌঁছতে গেলে পার হতে হয় একটি সেতু। পুলিসসূত্রে খবর, সেতু পার হওয়ার সময়ে গুজব ছড়ায়, ভেঙে পড়তে পারে সেতু। তখনই জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময়ই পদপিষ্ট হয়ে নারী ও শিশু সমেত ১১২ জনের মৃত্যু হয়।
অন্য একটি সূত্রের দাবি, অনেকে লাইন ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিস। এরপরেই শুরু হয় হুড়োহুড়ি। ঘটনার পর পুলিসকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে জনতা। এর জেরে আহত হন কয়েকজন পুলিসকর্মীও।
ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মৃতদের পরিবার পিছু দেড় লক্ষ, গুরুতর আহতদের জন্য ৫০ হাজার এবং সামান্য আহতদের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।