অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে MRP উল্লেখ বাধ্যতামূলক করল সরকার

নতুন বা বিক্রি না হওয়া পুরনো পণ্যের গায়ে GST সহ নয়া দাম না লিখতে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছে সরকার। GST-র আওতায় রয়েছে এমন পণ্যের গায়ে যদি সংশোধিত দাম না লেখা হয়, তাহলে হাজতবাস হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে MRP উল্লেখ বাধ্যতামূলক করল সরকার।

Updated By: Jul 9, 2017, 05:06 PM IST
অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে MRP উল্লেখ বাধ্যতামূলক করল সরকার

ওয়েব ডেস্ক : নতুন বা বিক্রি না হওয়া পুরনো পণ্যের গায়ে GST সহ নয়া দাম না লিখতে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছে সরকার। GST-র আওতায় রয়েছে এমন পণ্যের গায়ে যদি সংশোধিত দাম না লেখা হয়, তাহলে হাজতবাস হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে MRP উল্লেখ বাধ্যতামূলক করল সরকার।

২০১৮-র জানুয়ারি থেকে অনলাইনে জিনিস বিক্রির ক্ষেত্রে প্রতিটি ই-কমার্স কোম্পানিকে উল্লেখ করতে হবে কোনও জিনিসের MRP। সেইসঙ্গে উল্লেখ করতে হবে ম্যানুফাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, নেট কোয়ান্টিটি , কোন দেশে তৈরি ও কাস্টমার কেয়ারের ডিটেইলস। লিখতে হবে বড় বড় হরফে, যাতে সহজেই ক্রেতার চোখে পড়ে। নতুন নিয়মের সঙ্গে সাযুজ্যে আসার জন্য সময়সীমা দেওয়া হয়েছে ৬ মাস।

আরও পড়ুন, রেস্তরাঁয় সার্ভিস চার্জ নিলে সোজা আদালতে যান : কেন্দ্র

.