দিল্লিতেই রয়েছেন মমতা, তবুও চিদম্বরমে সাক্ষাতে মুকুল!
কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন মুকুল রায়। রাজ্যের আর্থিক দাবিদাওয়া মেটানোর ব্যাপারে কেন্দ্র কী ভাবছে তা নিয়ে কথা হয়েছে বলে মুকুল রায়ের দাবি। রাজনৈতিক মহল জল্পনা সারদা কাণ্ড সহ অন্য বিষয় আলোচনায় উঠে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন মুকুল রায়। রাজ্যের আর্থিক দাবিদাওয়া মেটানোর ব্যাপারে কেন্দ্র কী ভাবছে তা নিয়ে কথা হয়েছে বলে মুকুল রায়ের দাবি। রাজনৈতিক মহল জল্পনা সারদা কাণ্ড সহ অন্য বিষয় আলোচনায় উঠে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্ষমতায় আসার পর আড়াই বছর ধরে রাজ্যের ঋণ মকুবের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র তাতে সাড়া দেয়নি। রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন মুকুল রায়। মুকুল রায় তৃণমূল কংগ্রেস সাংসদ হলেও রাজ্য সরকারের কেউ নন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকা সত্ত্বেও মুকুল রায় কেন বৈঠক করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। চার রাজ্যের কংগ্রেসের খারাপ ফলের পর কংগ্রেসকে আরও কঠোরভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্যই কি চিদম্বরমের সঙ্গে সাক্ষাত্ এড়িয়ে গেলেন তিনি। নাকি অন্য কোনও বিষয়েও কথা বললেন মুকুল রায়।
সারদা কাণ্ড নিয়ে বামেরা বারবার সিবিআই তদন্তের দাবি তুলেছে। রাজ্য সরকার এখনও এই দাবি মেনে নেয়নি। রাজনৈতিক মহলে জল্পনা সারদা কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে চিদম্বরমের সঙ্গে মুকুল রায়ের কথা হয়ে থাকতে পারে।