ফেডেরাল ফ্রন্ট: মমতার ডাকে সাড়া দিলেন না মুলায়ম

মমতার ডাকে সাড়া দিলেন না মুলায়ম সিং যাদব। মমতার প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্টে তার দল যাবে না বলে জানিয়ে দিয়েছেন সমজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। নীতীশ কুমার, নবীন পট্টনায়করা মমতার ডাকে সাড়া দিলেও মুলায়ামের প্রত্যাখানটা হতাশ করবে তৃণমূল সুপ্রিমোকে। অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই মুলায়মরে সঙ্গে সম্পর্ক বেশ খারাপ মমতার। তৃণমূল সাংসদ সুলতান আমেদ কদিন আগেই সমাজবাদী পার্টিকে খোঁচা মেরে বলেন, মুলায়মের দলের ভাবমূর্তি মোটেও পরিচ্ছন্ন নয়।

Updated By: Jun 14, 2013, 12:11 PM IST

মমতার ডাকে সাড়া দিলেন না মুলায়ম সিং যাদব। মমতার প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্টে তার দল যাবে না বলে জানিয়ে দিয়েছেন সমজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। নীতীশ কুমার, নবীন পট্টনায়করা মমতার ডাকে সাড়া দিলেও মুলায়ামের প্রত্যাখানটা হতাশ করবে তৃণমূল সুপ্রিমোকে। অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই মুলায়মরে সঙ্গে সম্পর্ক বেশ খারাপ মমতার। তৃণমূল সাংসদ সুলতান আমেদ কদিন আগেই সমাজবাদী পার্টিকে খোঁচা মেরে বলেন, মুলায়মের দলের ভাবমূর্তি মোটেও পরিচ্ছন্ন নয়।
কেন্দ্রে জোট রাজনীতির টানাপোড়েনের মাঝেই  ফেডেরাল ফ্রন্টের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সাড়া মিলেছে জনতা দল ইউনাইটেডের তরফে। ফেডেরাল ফ্রন্ট তৈরির বাস্তবতা রয়েছে বলে মন্তব্য করেছেন নীতিশ কুমার। তৃতীয় জোট শক্তি নিয়ে আশাবাদী আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।
নরেন্দ্র মোদীকে ইস্যুতে জেডিইউএর এনডিএ জোট ছাড়া নিয়ে চূড়ান্ত টানাপোড়েন চলছে। এর মাঝেই কেন্দ্রীয় রাজনীতিতে নয়া ফ্রন্ট গঠনের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ফেডেরাল ফ্রন্টের প্রস্তাব যে তাঁর পছন্দ হয়েছে, বৃহস্পতিবার তা নিজে মুখেই জানিয়ে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
 
ফেডেরাল ফ্রন্টের প্রস্তাবে উত্‍সাহ দেখিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও। বৃহস্পতিবার ফেডেরাল ফ্রন্ট নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
 
কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের বাবুলাল মারান্ডির সঙ্গে ফেডারেল ফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেডেরাল ফ্রন্টে উত্সাহীদের সেই তালিকায় এবারে নাম এসেছে চন্দ্রবাবু নাই়ডুরও। আঞ্চলিক শক্তিগুলিই আগামী লোকসভার পর সরকার গড়বে বলে বৃহস্পতিবার মন্তব্য করেন টিডিপির শীর্ষ নেতা।
নরেন্দ্র মোদী ইস্যুতে এল কে আদবানি ইস্তফা দেওয়ার পরই ফেসবুকে ফেডেরাল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অকংগ্রেসি ও অবিজেপি আঞ্চলিক দলগুলিকে নিয়ে এখনই একটি জোট গঠন করা দরকার বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন আঞ্চলিক নেতৃত্ব তৃণমূলনেত্রীর প্রস্তাবে উত্‍সাহ দেখানোয় এখন সেই ফেডেরাল ফ্রন্টই রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে।

.