ভারতের প্রথম বুলেট ট্রেন : দেখে নিন কী কী থাকছে

Updated By: Sep 14, 2017, 05:59 PM IST
ভারতের প্রথম বুলেট ট্রেন : দেখে নিন কী কী থাকছে

ওয়েব ডেস্ক : মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস হল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে একযোগে আজ এই বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেন।

 

মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পের যে শিলান্যাস হল, সেখানে কী কী থাকছে, দেখে নিন এক ঝলকে..

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে ছুটবে।

মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত হাই স্পিড বুলেট ট্রেন পাড়ি দেবে ৫০৮ কিলোমিটার।

মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত পাড়ি দিতে হাই স্পিড বুলেট ট্রেনের কমপক্ষে ২ ঘণ্টা ৭ মিনিট সময় লাগবে। যার মধ্যে আহমেদাবাদ, ভদোদরা, সুরাট এবং মুম্বইতেই ওই ট্রেন থামবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য বরাদ্দ ১,১০,০০০ কোটি।

এই ট্রেনে থাকছে ১০টি কোচ। ৭৫০ জন যাত্রী ওই ট্রেনে যাতায়াত করতে পারবেন। তবে ভবিষ্যতে ১০টি কোচের জায়গায় ১২টি কোচ করা হতে পারে। পাশাপাশি কোচের সংখ্যা বাড়ায় সেখানে ১২৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানা যাচ্ছে।

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ২১ কিলোমিটার পথ টানেলের মধ্যে দিয়ে পাড়ি দেবে। যার মধ্যে ৭ কিলোমিটার পথ রয়েছে সমুদ্রের নীচ থেকে।

বুলেট ট্রেন প্রকল্পের জন্য জাপানের তরফে ভারতকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।

মুম্বই থেকে আহমেদাবাদ পাড়ি দিতে যে স্টেশনগুলি পড়বে ওই রুটে, সেগুলি হল মুম্বই, থানে, বিরার, বৈসার, ভাপি, বিলিমোরা, সুরাট, বারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতী।

রেলমন্ত্রী পিয়ুষ গয়াল জানিয়েছেন, হাই স্পিড বুলেট ট্রেনের ভাড়া সাধারণের সাধ্যের মধ্যেই রাখা হবে।

.