ওয়েব ডেস্ক: মালেগাঁও বিস্ফোরনকাণ্ডে ৯জন অভিযুক্তকে যথেষ্ট প্রমাণের অভাবে মুক্তি দিল আদালত।২০০৬ সালে হওয়া ওই বিস্ফোরনে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছিল। এই রায় দেন বিচারপতি ভিভি পাতিল।
রইস আহমেদ ছিলেন এই ৯জন অভিযুক্তের মধ্যে অন্যতম। মুক্তির পর তিনি বলেছেন, 'মুক্তি পেতে অনেক দেরী হল। তবু তো মুক্তি। এটাই অনেক।' এএমআইএম দলের নেতা এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইশি বিরক্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উপর।তিনি বলেছেন, 'এতদিন ধরে তাহলে ধরে রাখা হল কেন! সেই যখন যথেষ্ট প্রমাণই দেওয়া গেল না!' এই ঘটনায় একজন অভিযুক্ত ইতিমধ্যে মারা গিয়েছেন।২০১১ সালে ৬ জনকে জামিন দেওয়া হয়।
English Title:
Mumbai court drops charges against nine accused
News Source:
Home Title:
মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে যথেষ্ঠ প্রমাণের অভাবে মুক্ত ৯ অভিযুক্ত
Yes
Is Blog?:
No
Section: