আবু জুন্দালের মুখোমুখি এবার আবদুল রাফে
কসাভের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরায় উঠে এসেছে একাধিক তথ্য। সেই একই পন্থা অবলম্বন করে মুম্বই সন্ত্রাস তদন্তে আরও গতি আনতে চান তদন্তকারী অফিসারেরা। এবার আবু জুন্দালের মুখোমুখি বসানো হবে তার অন্যতম সহযোগী আবদুল রাফেকে। তিন দিন আগে মহারাষ্ট্রের বিদ জেলায় গ্রেফতার করা হয়েছে রাফেকে। জেরায় জুন্দাল জানিয়েছিল, সৌদি আরবে থাকাকালীন মুম্বই সন্ত্রাসের পরিকল্পনার কথা রাফেকে সবিস্তারে বলেছিল সে।
কসাভের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরায় উঠে এসেছে একাধিক তথ্য। সেই একই পন্থা অবলম্বন করে মুম্বই সন্ত্রাস তদন্তে আরও গতি আনতে চান তদন্তকারী অফিসারেরা। এবার আবু জুন্দালের মুখোমুখি বসানো হবে তার অন্যতম সহযোগী আবদুল রাফেকে। তিন দিন আগে মহারাষ্ট্রের বিদ জেলায় গ্রেফতার করা হয়েছে রাফেকে। জেরায় জুন্দাল জানিয়েছিল, সৌদি আরবে থাকাকালীন মুম্বই সন্ত্রাসের পরিকল্পনার কথা রাফেকে সবিস্তারে বলেছিল সে।
২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সৌদি আরবে ছিল রাফে। সেসময়ে মুম্বই সন্ত্রাসের অন্যতম চক্রী আনসারির সঙ্গে পরিচয় হয় রাফের। আবু জুন্দালের সঙ্গেও রাফের যোগাযোগ ছিল বলে জেরায় জানতে পেরেছে পুলিস। রাফে ওরফে মহম্মদ ফারুককেও মুম্বই হানার অন্যতম চক্রী বলে মনে করা হচ্ছে। রাফে অবশ্য ক্রাইম ব্রাঞ্চকে জানিয়েছে মুম্বই সন্ত্রাসের বিষয়ে তার কাছে কোনও তথ্যই নেই।
মহারাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার আর্থার রোড জেলে কসাভ ও জুন্দালকে মুখোমুখি বসিয়ে প্রায় দেড় ঘণ্টা জেরা করে পুলিস। জেরার সময় কসাভ ও জুন্দাল, দুজনেই পরস্পরকে শনাক্ত করে। কসাভ পুলিসকে জানিয়েছে, জুন্দালই তাদের হিন্দি শিখিয়েছিল ও মুম্বইয়ের বন্দর এলাকা সম্পর্কে তালিম দিয়েছিল। জুন্দালও কসাভকে ট্রেনিং দেওয়ার কথা স্বীকার করেছে। লস্কর-এ-তৈবা ট্রেনিং ক্যাম্পে জুন্দাল, কসাভ অন্যান্যদের সঙ্গে একই ঘরে থাকত বলেও তদন্তে জানা গিয়েছে।
রাফেকে জুন্দালে মুখোমুখি বসিয়ে জেরা করলে ২৬/১১ হামলার অনেক নতুন তথ্য উঠে আসবে বলে আশা করছে গোয়েন্দারা।