নিজস্ব প্রতিবেদন : আকাশ থেকে খসে পড়া 'রহস্যজনক' বস্তু নিয়ে তুঙ্গে জল্পনা। কী এটা! ভিনগ্রহের প্রাণী? উল্কা? না কোনও স্পেস স্টেশনের অংশ? অনেকে আবার বলছেন, কৃত্রিম উপগ্রহের ভাঙা অংশ! সব মিলিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাটের একের পর এক জায়গায় আকাশ থেকে এদিন খসে পড়ে 'রহস্যজনক' বস্তু। কালো রঙের বলের মত দেখতে ধাতব বস্তু। ওজনে প্রায় ৫ কেজি। বহলেজ, খামভোলাজ ও রামপুরাতে খসে পড়ে এই 'রহস্যজনক' বস্তু। আর তা নিয়েই তুঙ্গে জল্পনা। 


স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, হঠাৎ বিকট জোরে একটা আওয়াজ শুনতে পান। তারপরই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন, মাটিতে কী একটা পড়ে রয়েছে! একের পর এক... সবগুলোই একে অপরের থেকে ১৫ কিলোমিটারের মধ্যে।


যদিও, এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জিনিসটি কী? তা নিয়ে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা।


আরও পড়ুন, Weather Update: আগাম ঢুকছে বর্ষা, ফের তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই জানাল মৌসম ভবন


Bihar Firing: বিয়ের সাজে নববধূ, স্টেজে নিজেই চালালেন গুলি; কী হল এরপর?


Viral Video: ট্রেনের চাকার নীচে চলে যাচ্ছিলেন মহিলা! অসাধ্যসাধন করলেন RPF জওয়ান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)