Viral Video: ট্রেনের চাকার নীচে চলে যাচ্ছিলেন মহিলা! অসাধ্যসাধন করলেন RPF জওয়ান
বুধবার দিন ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর স্টেশনে।
নিজস্ব প্রতিবেদন : হাড়হিম করা এই ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়। চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক মহিলা। পড়েই সোজা স্টেশন ও ট্রেনের ফাঁকে ঢুকে যান। ওই ফাঁক দিয়ে গলে আরেকটু হলে চাকার নীচে চলে যাচ্ছিলেন তিনি! সেইসময়ই অসাধ্য়সাধন করলেন এক RPF জওয়ান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই মহিলাকে বাঁচালেন ওই RPF কনস্টেবল। বুধবার দিন ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর স্টেশনে। দেখুন সেই ভিডিওটি-
#WATCH | Odisha: Railway Protection Force (RPF) head constable S Munda saved the life of a lady passenger by saving her from falling into the gap between the platform and the train at Bhubaneswar Railway Station yesterday, May 11
(Video Source: Indian Railways) pic.twitter.com/uMiLV4apbs
— ANI (@ANI) May 11, 2022
জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামতে যান ওই মহিলা। তখনই পা পিছলে পড়ে যান। আর পড়ে যাওয়ার পরই স্টেশন ও ট্রেনের ফাঁকে আটকে যান। সেখান দিয়ে গলে যেতে থাকেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। সেইসময়ই ঝাঁপিয়ে পড়েন এস মুন্ডা নামে ওই হেড কনস্টেবল। ওই মহিলাকে ট্রেনের চাকার নীচে চলে যাওয়ার হাত থেকে বাঁচান তিনি।
আরও পড়ুন, জরুরি খবর, অনলাইন টিকিট বুকিং নিয়মে বদল আনল IRCTC
Indian Rupee Fall: ক্রমশ কমছে টাকার মান! দিশা হারাচ্ছে অর্থনীতি; কী দিন অপেক্ষা করছে সামনে?
Skeletons of 1857 Revolt: মিলল সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া প্রায় তিনশো ভারতীয় সেনার দেহাবশেষ