মোদীকে `জোকার` বললেন মণিশঙ্কর আইয়ার

চার বিধানসভা নির্বাচনে কার্যত মুখথুবড়ে পড়েছে কংগ্রেস। গেরুয়াঝড়ের কাছে উড়ে গেছে হাতের সব প্রতিরোধই। ব্যালটবক্সে পরাজয়ের পর কংগ্রেস এবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর উপর মৌখিক আক্রমণ শানাল। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার নমোকে ব্যঙ্গ করে জোকার বললেন।

Updated By: Dec 10, 2013, 01:56 PM IST

চার বিধানসভা নির্বাচনে কার্যত মুখথুবড়ে পড়েছে কংগ্রেস। গেরুয়াঝড়ের কাছে উড়ে গেছে হাতের সব প্রতিরোধই। ব্যালটবক্সে পরাজয়ের পর কংগ্রেস এবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর উপর মৌখিক আক্রমণ শানাল। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার নমোকে ব্যঙ্গ করে জোকার বললেন।

একটি সংবাদসংস্থাকে আইয়ার জানিয়েছেন ``যে ধরনের অশোভন ভাষা মোদী ব্যবহার করে তাতেই প্রমাণ ও ঠিক কত বড় জোকার। ইতিহাস আর অর্থনীতিতে ওর কোনও জ্ঞানই নেই।``

কংগ্রেস নেতৃবৃন্দ মোদীর জনপ্রিয়তাকে মোকাবিলা করতে দুই ধরণের পন্থা অবলম্বন করেছেন। একদল মোদীকে আক্রমণের রাস্তা ধরছেন। অন্যদল তাঁকে আপাতভাবে অগ্রাহ্য করছেন।

.