মোদীর `জ্ঞান` নিয়ে কথা শোনালেন খুরশিদ

কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়েই গুজরাত মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন খোদ বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। রবিবারই খুরশিদের তেতো জবাব, যে বিষয়ে বিশদ জ্ঞান নেই তা নিয়ে বেশি কথা না বলাই ভাল মোদীর। সোমবারও বয়ানে বদল নেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর। এ দিন এক অনুষ্ঠানেও সমালোচনার সুরই শোনা গিয়েছে তাঁর গলায়।

Updated By: May 13, 2013, 04:04 PM IST

কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়েই গুজরাত মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন খোদ বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। রবিবারই খুরশিদের তেতো জবাব, যে বিষয়ে বিশদ জ্ঞান নেই তা নিয়ে বেশি কথা না বলাই ভাল মোদীর। সোমবারও বয়ানে বদল নেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর। এ দিন এক অনুষ্ঠানেও সমালোচনার সুরই শোনা গিয়েছে তাঁর গলায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুরশিদ বলেন, ``উনি যে ক্ষেত্রে সফলতা পেয়েছেন, তা নিয়ে আমি আলোচনা করতে রাজি। কিন্তু যে বিষয়ে ওনার অভিজ্ঞতা সীমিত, সে বিষয়ে ওনার চুপ থাকাই ভাল।"
মার্কিন যুক্তরাষ্ট্রে মোদীর প্রবেশে নিষেধাজ্ঞার প্রসঙ্গটিও টেনে এনেছেন খুরশিদ। তিনি বলেন, কেউ যদি তাঁর (মোদী) জন্য দরজা খুলে না দেয়, তার কারণ বিবেচনা করা উচিত।

.