গোয়ায় যেখানে শেষ করেছিলেন, গাজিপুরে শুরুটা মোদী করলেন সেখান থেকেই
কালো টাকার বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। গোয়ার পর গাজিপুরের জনসভায় আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাময়িক হয়রানির জন্য দেশবাসীর কাছে পাশে দাঁড়ানোর আর্জি জানালেন। একইসঙ্গে নিশানা করলেন বিরোধীদের। তোপ দাগলেন কংগ্রেসের বিরুদ্ধে। এক রাতে বাতিল ৫০০-১০০০ টাকার নোট। কালো টাকার দুর্নীতি রুখতে মোদীর সার্জিক্যাল স্ট্রাইক। খুচরো বাজারে সমস্যা। চরম নাকাল দেশের মানুষ। ক্ষোভ সামাল দিতে মাঠে নামলেন মোদী। গোয়ায় যেখানে শেষ করেছিলেন, গাজিপুরের শুরু টা করলেন সেখান থেকেই। স্পষ্ট করলেন কালো টাকার বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। মোদী সরকারের সিদ্ধান্ত গরীর স্বার্থ বিরোধী। গতকয়েকদিনে বার বার এই অভিযোগ তুলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর আশ্বাস, সত্ ও গরীর মানুষের টাকা যেকোনও মূল্যে রক্ষার দায়িত্ব তাঁর।
![গোয়ায় যেখানে শেষ করেছিলেন, গাজিপুরে শুরুটা মোদী করলেন সেখান থেকেই গোয়ায় যেখানে শেষ করেছিলেন, গাজিপুরে শুরুটা মোদী করলেন সেখান থেকেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/14/70302-gazipur14-11-16.jpg)
ওয়েব ডেস্ক: কালো টাকার বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। গোয়ার পর গাজিপুরের জনসভায় আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাময়িক হয়রানির জন্য দেশবাসীর কাছে পাশে দাঁড়ানোর আর্জি জানালেন। একইসঙ্গে নিশানা করলেন বিরোধীদের। তোপ দাগলেন কংগ্রেসের বিরুদ্ধে। এক রাতে বাতিল ৫০০-১০০০ টাকার নোট। কালো টাকার দুর্নীতি রুখতে মোদীর সার্জিক্যাল স্ট্রাইক। খুচরো বাজারে সমস্যা। চরম নাকাল দেশের মানুষ। ক্ষোভ সামাল দিতে মাঠে নামলেন মোদী। গোয়ায় যেখানে শেষ করেছিলেন, গাজিপুরের শুরু টা করলেন সেখান থেকেই। স্পষ্ট করলেন কালো টাকার বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। মোদী সরকারের সিদ্ধান্ত গরীর স্বার্থ বিরোধী। গতকয়েকদিনে বার বার এই অভিযোগ তুলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর আশ্বাস, সত্ ও গরীর মানুষের টাকা যেকোনও মূল্যে রক্ষার দায়িত্ব তাঁর।
আরও পড়ুন নোট বিতর্কে বিরোধীদের কোণঠাসা করতে দ্বিমুখী কৌশল নিলেন প্রধানমন্ত্রী
সীমান্তপার সন্ত্রাস ও কালো টাকার কারবারিদের এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অসুবিধার কথা মেনে নিয়েছেন মোদী। বলছেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে তাঁর দাওয়াই একটু কড়া। কিন্তু, গরীবদের কড়া দাওয়াই পছন্দ।সমস্যা ধনীদেরই।আর সবশেষে, ফের একবার ৫০দিনের সময় চেয়ে নিয়েছেন মোদী। তাঁর প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত ভারত উপহার দেবেন তিনি।