নিজস্ব প্রতিবেদন: জুলাই মাসের প্রথম দিনটিতেই পালন করা হয় জাতীয় চিকিত্‍সক দিবস। এবারে এদিনটি কোভিড-যুদ্ধের প্রেক্ষিতে যেন ভিন্ন মাত্রা পেয়ে গেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Indian Medical Association জুলাই মাসের প্রথম দিনটিতেই National Doctors’ Day পালন করে। Coronavirus Pandemic-এর এই বিশ্বজোড়া আবহে এবারে যেন নতুন করে উপলব্ধি করা গেল চিকিত্‍সকদের সামনে কত বড় চ্যালেঞ্জ এই ধরনের কোনও রোগ-মহামারী-অতিমারী।


আরও পড়ুন: হঠাৎ অসুস্থ Mulayam, গুরুগ্রামের হাসপাতালে ভর্তি সপা নেতা


সর্বত্রই যে চিকিত্‍সার পরিকাঠামো খুব উপযুক্ত তা-ও নয়। তবু সেই পরিস্থিতিতেই লড়ে যাচ্ছেন ডাক্তারেরা। প্রথম ঢেউ রুখে দেওয়া গেলেও করোনার second wave দেশকে বিপন্ন করেছে বেশি। এর মধ্যে করোনামৃতের পরিবারের হাতে ডাক্তারদের লাঞ্ছনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এমনকি এ নিয়ে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কথা বলতে হয়েছিল। 


এবারে সব চেয়ে বড়  সঙ্কট ঘনিয়েছিল অক্সিজেন নিয়ে। এখন সেটা মিটেছে। এখন আবার টিকাসঙ্কট। যদিও টিকা-সঙ্কটও বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। এ নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত  হয়েছে। 


এখন চলছে টিকা (Vaccine) নেওয়ার অনীহার পর্ব। বহু জায়গাতেই সাধারণ মানুষ টিকা নিতে অনাগ্রহী। ডাক্তারদের এই প্রতিবন্ধকতার সঙ্গেও লড়তে হচ্ছে। মানুষকে সচেতন করতে হচ্ছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: LPG Price Hike: হেঁশেলে আগুন! একলাফে ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম