জমাট বেঁধে যাচ্ছে রক্ত, দেশে এই Covid Vaccine দেওয়া বন্ধ করল Denmark

এখনও পর্যন্ত অস্ট্রিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ AstraZeneca-র ভ্যাকসিন(Covid Vaccine) বন্ধ করেছে

Updated By: Mar 11, 2021, 09:22 PM IST
জমাট বেঁধে যাচ্ছে রক্ত, দেশে এই Covid Vaccine দেওয়া বন্ধ করল Denmark

নিজস্ব প্রতিবেদন:সন্দেহ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায়। করোনা নিয়ন্ত্রণে AstraZeneca-র ভ্যাকসিন দেওয়া স্থগিত রাখল ডেনমার্ক।

কী সন্দেহ? ডেনমার্কের স্বাস্থ্যমন্ত্রকের সন্দেহ, AstraZeneca-র করোনা ভ্যাকসিন নেওয়ার পর কয়েকজন রোগীর দেহে রক্ত জমাট বাঁধতে শুরু করছে। তবে এটি এখনও সন্দেহের পর্যায়েই রয়েছে। কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়া ও তাদের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। তাই আপাতত ওই ভ্যাকসিন দেওয়া বন্ধ করা হল।

আরও পড়ুন- ১৩ তারিখেই 'ফিল্ডে' ফিরছেন Mamata, ৫ দিনে ৫ জেলায় সফরের সম্ভাবনা

এখনও পর্যন্ত অস্ট্রিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ AstraZeneca-র ভ্যাকসিন(Covid Vaccine) বন্ধ করেছে। এবার সেই তালিকায় যোগ হল ডেনমার্কের নাম। সোমবার অস্ট্রিয়া ঘোষণা করেছে, ৪৯ বছরের এক ব্যক্তি AstraZeneca-র ভ্যাকসিন নেওযার পর তার দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপসর্গ শুরু হয়।

আরও পড়ুন- ভরতপুরে তৃণমূলের অন্দরেই  'খেলা শুরু'! তীব্র অস্বস্তিতে জেলা নেতৃত্ব

এদিকে, গত ৯ মার্চ পর্যন্ত ইউরোপিয় ইউনিয়নে ভ্যাকসিন নেওয়া ৩০ লাখ মানুষের মধ্যে ২২ জনের দেহ রক্ত জমাট বাঁধার অভিযোগ উঠছে। ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রকের তরফে  এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা এখনও AstraZeneca-র ভ্যাকসিন বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আপাতত ওই ভ্যাকসিন দেওয়া স্থগিত রাখছি।

.