National Science Day: জাতীয় বিজ্ঞান দিবস কেন ২৮ ফেব্রুয়ারিতেই উদযাপিত হয়?

এর পিছনে রয়েছে 'রামন এফেক্ট', রয়েছেন ভারতীয় পদার্থবিজ্ঞানী সি ভি রামন।

Updated By: Feb 28, 2022, 12:09 PM IST
National Science Day: জাতীয় বিজ্ঞান দিবস কেন ২৮ ফেব্রুয়ারিতেই উদযাপিত হয়?

নিজস্ব প্রতিবেদন: আজ, সোমবার জাতীয় বিজ্ঞান দিবস। প্রতি বছরই এই ২৮ ফেব্রুয়ারি দিনটি বিজ্ঞানের দিন হিসেবে উদযাপিত হয়। 

এত দিন থাকতে কেন এই ২৮ ফেব্রুয়ারিতেই জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়? আসলে এর পিছনে রয়েছে 'রামন এফেক্ট'। ভারতীয় পদার্থবিজ্ঞানী সি ভি রামন। ১৯২৮ সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন (এবং আবিষ্কারের দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারিই)। এ জন্য ১৯৩০ সালে তিনি পদার্থে নোবেল পুরস্কার জেতেন।      

১৯৮৬ সালে 'ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন' এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ধার্য করে। এবং পরের বছর অর্থাৎ, ১৯৮৭ সালে এটি প্রথম পালিত হয়। এরকম একটি দিন ভাবা হয় দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে।  

প্রত্যেক বছরই দিনটির একটি থিম থাকে। এ বছরও একটি থিম ঠিক করা হয়েছে। সেটি হল-- 'ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবেল ফিউচার' (Integrated Approach in Science and Technology for Sustainable Future)। অর্থাৎ কিনা, একটি সংহত ভবিষ্যৎ নির্মাণের দিকে তাকিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়সাধন।

আরও পড়ুন: Earth Stopped Spinning: ঘুরতে-ঘুরতে ১ সেকেন্ডের জন্যও যদি থেমে যায় পৃথিবী, কী সাঙ্ঘাতিক ঘটনা ঘটবে জানেন?

((Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.