বিহারে ১২০-১৩০ টি আসন পেতে পারে এনডিএ, বলছে বুথ ফেরত সমীক্ষা
এনডিটিভির নতুন এক্সিট পোলের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে ১২০ থেকে ১৩০ টি আসন পেতে চলেছে বিজেপি জোট।
![বিহারে ১২০-১৩০ টি আসন পেতে পারে এনডিএ, বলছে বুথ ফেরত সমীক্ষা বিহারে ১২০-১৩০ টি আসন পেতে পারে এনডিএ, বলছে বুথ ফেরত সমীক্ষা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/07/44670-bihar7-11-15.jpg)
ওয়েব ডেস্ক: এনডিটিভির নতুন এক্সিট পোলের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে ১২০ থেকে ১৩০ টি আসন পেতে চলেছে বিজেপি জোট।
উল্টোদিকে জেডিইউ নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ১০৫ থেকে ১১৫ টি আসন। এমনটাই বলা হয়েছে ওই বুথ ফেরত সমীক্ষায়। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তিন দফার ভোটে বেশি ভাল ফল করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে অনেক বেশি আসন পাচ্ছে এই জোট।
প্রথম দফার ভোটে ৪৯টি আসনের মধ্যে মহাজোট পাচ্ছে ২৮ টি আসন। সেখানে এনডিএ পেতে পারে ২০ টি আসন। যদিও এর পর থেকে প্রতি দফায় ক্রমশ ফল ভাল করেছে এনডিএ, এমনটাই বলা হয়েছে ওই বুথ ফেরত সমীক্ষায়।