দাবানল বিধ্বস্ত উত্তরাখণ্ড, পরিস্থিতি মোকাবিলায় নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাখণ্ডের দাবানল পরিস্থিতি। ইতিমধ্যেই দাবানলের গ্রাসে প্রাণ হারিয়েছেন পাঁচজন। পরিস্থিতি মোকাবিলায় উত্তরাখণ্ডে ৩ কম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠাল কেন্দ্র। সেইসঙ্গে রাজ্য পুলিসেরও ৬০০০ কর্মী নিযুক্ত রয়েছেন ঘটনাস্থলে। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ।

Updated By: Apr 30, 2016, 04:48 PM IST
দাবানল বিধ্বস্ত উত্তরাখণ্ড, পরিস্থিতি মোকাবিলায় নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

ওয়েব ডেস্ক : ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাখণ্ডের দাবানল পরিস্থিতি। ইতিমধ্যেই দাবানলের গ্রাসে প্রাণ হারিয়েছেন পাঁচজন। পরিস্থিতি মোকাবিলায় উত্তরাখণ্ডে ৩ কম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠাল কেন্দ্র। সেইসঙ্গে রাজ্য পুলিসেরও ৬০০০ কর্মী নিযুক্ত রয়েছেন ঘটনাস্থলে। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ।

গত ফেব্রুয়ারি থেকে কমপক্ষে ৯২২টি দাবানলের ঘটনা ঘটেছে। পাউরি, তেহরি ও নৈনিতালে পরিস্থিতি আয়ত্তের বাইরে। শালের ঘন জঙ্গলে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। আর সেইসঙ্গে তেতে উঠেছে গোটা এলাকা। তারউপর ছিটেফোঁটাও বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি আরও ভয়ানক। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন শিশু। আহত হয়েছেন আরও সাতজন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

.