নিজস্ব প্রতিবেদন : আরও আরামদায়ক, আরও স্বস্তির সফর এবার ট্রেনে। আমূল বদলে যাচ্ছে দূরপাল্লার ট্রেনের সিটের ব্যবস্থা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তা এবার আরও আরামদায়ক। টুইট করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীরকম হচ্ছে নতুন সিট?
- দূরপাল্লার কোচের প্যাসেজের দিকের আসনগুলো বদলাচ্ছে।
- আগে শুধু বসার সিটের উপর পিঠের হেলান দেওয়া অংশগুলোকে নামিয়ে শুতে হত যাত্রীদের।
- তাতে মাঝখানে উঁচু-নিচু জায়গায় যাত্রীদের শুতে অসুবিধা হত।
- এবার নতুন ব্যবস্থায় সেই অসুবিধা দূর হচ্ছে।
- এবার সাইডে থাকছে শোয়ার জন্য আলাদা বেড।
- শোয়ার সময় বসার সিটের উপর যে বেড তা তুলে পেতে দিতে হবে।


কীরকম সেই নতুন বেড? দেখে নিন হাতেকলমে, রইল ভিডিয়ো-



আরও পড়ুন,  গেরুয়া ঝড়কে 'হাত' দেখিয়ে থামাল মরুর রাজ্য়! হারল বিজেপি, জিতল কংগ্রেস


করোনায় অর্ধেক দেশ অভূক্ত, ১০০০ কোটির সংসদ ভবন নির্মাণ কেন PM Modi?:কমল হাসান