গেরুয়া ঝড়কে 'হাত' দেখিয়ে থামাল মরুর রাজ্য়! হারল বিজেপি, জিতল কংগ্রেস

Dec 14, 2020, 12:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : গেরুয়া ঝড়কে 'হাত' দেখিয়ে থামাল রাজস্থান! মরুর রাজ্যে পুরসভা নির্বাচনে কংগ্রেসের কাছ হারল বিজেপি।

2/5

রাজস্থানের ১২ জেলায় মোট ৫০টি পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১,৭৭৫টি। সেখানে কংগ্রেস জিতেছে ৬২০টি আসন।   

3/5

আর বিজেপির ঝুলিতে গিয়েছে ৫৪৮টি আসন। অন্য়দিকে নির্দল প্রার্থীরা মোট পেয়েছেন ৫৯৫টি আসন।

4/5

জয়ীদের মধ্যে ৭ জন বিএসপি, ১ জন সিপিআই, ১ সিপিআইএম ও ১ জন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রার্থীও রয়েছেন।

5/5

পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭ হাজার ২৪৯ জন প্রার্থী। আর ভোটার সংখ্যা ছিল ১৪ লাখ ৩২ হাজার।