পরিস্থিতি খুবই খারাপ! রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফুর সিদ্ধান্ত প্রশাসনের
কোনরকমে করোনা সংক্রমণের ঢেউ আটকাতে নাইট কার্ফু চালু হতে চলেছে শহরে।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে শঙ্কিত স্বাস্থ্যমহল। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই, ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিন প্রক্রিয়া চালু থাকলে, দমানো যাচ্ছে না। ভ্য়াকসিন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু আপাতত কোনরকমে করোনা সংক্রমণের ঢেউ আটকাতে নাইট কার্ফু চালু করতে চলেছে দিল্লি প্রশাসন।
Night curfew imposed in Delhi from 10 pm to 5 am with immediate effect till 30th April, in the wake of #COVID19 situation: Delhi Government pic.twitter.com/V3WufATG77
— ANI (@ANI) April 6, 2021
৩০ এপ্রিল পর্যন্ত চলবে নাইট কার্ফু। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে কার্ফু।