জেলের মধ্যে সহবন্দীদের হাতে আক্রান্ত নির্ভয়ার অন্যতম ধর্ষক বিনয় শর্মা, আদালতে নিরাপত্তার আবেদন

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত, বিনয় শর্মা জেলের মধ্যে নিরাপত্তার দাবিতে পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানাল।

Updated By: Aug 20, 2015, 09:16 PM IST
জেলের মধ্যে সহবন্দীদের হাতে আক্রান্ত নির্ভয়ার অন্যতম ধর্ষক বিনয় শর্মা, আদালতে নিরাপত্তার আবেদন

নয়া দিল্লি: নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত, বিনয় শর্মা জেলের মধ্যে নিরাপত্তার দাবিতে পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানাল।

এই আবেদনে বিনয় শর্মা জানিয়েছে গত ১৫ অগাস্ট তিহার জেলেই তাকে আক্রমণকরে সহবন্দীরা। অভিযোগ, তাদের গণপিটুনির জেরে বিনয়ের বাঁ পা ও বাঁ হাতে চিড় ধরেছে।

বিনয়ের আইনজীবী এপি সিং জানিয়েছেন ''৫-৬ জন সহবন্দী মেরে বিনয়ের বাঁ হাত ও বাঁ পা ভেঙে দিয়েছে। যথাযথ চিকিৎসাও জোটেনি শর্মার কপালে।''

''আমরা পাতিয়ালা হাউস কোর্টে একটি আবেদন জানিয়েছি। এটা ঠিক নয়। শাস্তি নির্ধারিত হওয়ার আগেই মনে হচ্ছে মেরে ফেলা হবে ওদের। আমরা যথাযথ চিকিৎসা, জেল কুঠুরিতে সিসিটিভি ক্যামেরার দাবি জানিয়েছি। ওই কুঠুরিতে যেন আর কোনও বন্দীকে রাখা না হয়, নিরাপত্তার খাতিরেই আবেদন করেছি তারও। এই ঘটনার শীর্ষ পর্যায়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।'' মন্তব্য এপি সিংয়ের।

এর আগেও নাকি এই ধরণের ঘটনা ঘটেছে বিনয় শর্মার সঙ্গে, অভিযোগ তার আইনজীবীর। তিনি জানিয়েছেন এই মুহূর্তে শর্মার জীবন বিপন্ন। তাঁর দাবি শুধুমাত্র তামিলনাড়ু পুলিসের সঙ্গেই নিজেকে সুরক্ষিত বোধ করে বিনয় শর্মা।

 

.