গণধর্ষণের পর নির্ভয়াকে খুন করতেই চেয়েছিল দুষ্কৃতীরা, জানালেন সরকারি আইনজীবী

গণধর্ষণের পর নির্ভয়া ও তার সঙ্গীকে খুন করতেই চেয়েছিল অভিযুক্তরা। সেকারণেই নির্ভয়া ও তার সঙ্গীকে নৃশংসভাবে মারা হয়েছিল।  আদালতে এমনটাই জানালেন সরকারি আইনজীবী দয়ান কৃষ্ণন। সরকারি আইনজীবীর এই বক্তব্য নির্ভয়ার মামলাকে মজবুত করবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

Updated By: Aug 25, 2013, 09:36 AM IST

গণধর্ষণের পর নির্ভয়া ও তার সঙ্গীকে খুন করতেই চেয়েছিল অভিযুক্তরা। সেকারণেই নির্ভয়া ও তার সঙ্গীকে নৃশংসভাবে মারা হয়েছিল।  আদালতে এমনটাই জানালেন সরকারি আইনজীবী দয়ান কৃষ্ণন। সরকারি আইনজীবীর এই বক্তব্য নির্ভয়ার মামলাকে মজবুত করবে বলেই মনে করছে বিভিন্ন মহল।
ঘটনার পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি নির্ভয়ার পরিবার। এরই প্রতিবাদে দিল্লিতে আন্দোলন করছে একদল ছাত্র। দিল্লি গণধর্ষণ কাণ্ডের বিচার চলছে আদালতে। বিচারের বাণীকে আরও দৃঢ় করল সরকারি আইনজীবীর বক্তব্য। শনিবার অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে শুনানি চলাকালীন সরকারি আইনজীবী দয়ান কৃষ্ণন বলেন - ``নির্ভয়াকে ধর্ষণের পর নির্ভয়া ও তার সঙ্গীকে খুন করতে চেয়েছিল অভিযুক্ত ছয়জন। যাতে ওই ভয়ঙ্কর রাতের কথা তারা কোনওভাবেই কাউকে বলতে না পারে। নির্ভয়ার অন্ত্রের আঘাত এতটাই গুরুতর ছিল, যে তারপক্ষে বাঁচা সম্ভব ছিল না। মানবদেহের যে গঠনতন্ত্র থাকে ধর্ষণকারীদের অত্যাচারে তা নষ্ট হয়ে গিয়েছিল নির্ভয়ার। চলন্ত বাস থেকে দুজনকে ফেলে দেওয়ার পর চাকায় পিষে ফেলার চেষ্টাও করেছিল।``
 সরকারি আইনজীবীর ওই বক্তব্য নির্ভয়ার মামলাকে শক্ত করবে বলেই মনে করছে বিভিন্ন মহল। তবে ঘটনার পর আট মাস পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি। এরই মধ্যে ঘটে গিয়েছে মুম্বইয়ে চিত্রসাংবাদিক গণধর্ষণের ঘটনা। নির্ভয়ার বিচারের দাবিতে একদল ছাত্র দিল্লির যন্তরমন্তরের সামনে আন্দোলন করছে, তারা সরব হয়েছে মুম্বইয়ের ঘটনা নিয়েও।
আন্দোলনের মাটি থেকেই তাদের দাবিগুলিও তুলে ধরেছে ছাত্ররা।
এইসব দাবি বাস্তবায়িত হোক। এই জঘন্য অপরাধের হাত থেকে রেহাই পাক সমাজ। এমনটাই দাবি দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের।

.