বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে সরব নীতিশ

বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই দাবিতে আজ তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে সূত্রে খবর। অধিকার যাত্রার অংশ হিসেবে রবিবার দিল্লির রামলীলা ময়দানে জেডিইউ-এর বিশাল সভায় দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে নীতীশ কুমারের মন্তব্য, যারা অনগ্রসর শ্রেণির কথা ভাববে, ক্ষমতায় আসবে তারাই।

Updated By: Mar 18, 2013, 09:14 AM IST

বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই দাবিতে আজ তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে সূত্রে খবর। অধিকার যাত্রার অংশ হিসেবে রবিবার দিল্লির রামলীলা ময়দানে জেডিইউ-এর বিশাল সভায় দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে নীতীশ কুমারের মন্তব্য, যারা অনগ্রসর শ্রেণির কথা ভাববে, ক্ষমতায় আসবে তারাই।
আগামী বছর লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতির মঞ্চে তিনি যে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চেষ্টার কসুর করবেন না, তারও ইঙ্গিত এদিন দিয়ে রাখলেন নীতিশ কুমার। সেইসঙ্গে নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নিজের রাজ্যের উন্নয়ন-মডেলের সঙ্গে তুলনা টেনে আনেন তিনি। এর পাশাপাশি, অন্য কোনও রাজ্য বিশেষ মর্যাদার দাবি তুললে কেন্দ্রের তা মেনে নেওয়া উচিত বলে মত বিহারের মুখ্যমন্ত্রীর।  

.